Tollywood News: ‘ভালো লেগে থাকলে দয়া করে সোশ্যাল মিডিয়ায় লিখুন, সকলকে বলুন ছবিটা হলে এসে দেখবার জন্য’ – ‘কাবুলিওয়ালা’ মিঠুন চক্রবর্তীর সঙ্গে বক্স অফিসে আয়ের লড়াইয়ের মাঠে রীতিমত গর্জে উঠেছিলেন ‘প্রধান’ দেব। বাঙালি মনে মিনি-কাবুলিওয়ালার আত্মার সম্পর্ক হিট ছিল। হিট আছে। হিট থাকবে। তবে উপার্জনের লড়াইয়ে খানিকটা কাঁচা খিলাড়ি হয়েই থেকে গেল কাবুলিওয়ালা।
ওদিকে প্রধানের ঘোড়া কিন্তু তীব্র বেগে উঠেছে। দর্শকে দর্শক সিনেমাহলগুলিতে। সুপারস্টার দেবের অনবদ্য অভিনয় আর সৌমিতৃষা কুন্ডুর বাংলার ঘরের মেয়ে হওয়ার জনপ্রিয়তা দর্শক টেনেছে সিনেমাহলে। আবার ছবির বাকি কাস্ট অর্থাৎ পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, জন ভট্টাচার্য, বিশ্বনাস বসু, কাঞ্চন মল্লিকদের যুগলবন্দী পুরো ৫১ পদের বাহুবলী থালি করে তুলেছিল প্রধানকে (Tollywood News)।
টলিউডের বক্স অফিস বলছে, প্রথম দুই সপ্তাহে দেবের প্রধান মোট ৩.৫৫ কোটি টাকার ব্যবসা দিয়েছে। প্রথম সপ্তাহে টাকার অঙ্ক ছিল ১.৫৮ কোটি। দ্বিতীয় সপ্তাহে ছিল ১.৯৭ কোটি। আর
কাবুলিওয়ালার প্রথম দুই সপ্তাহের আয় সেই তুলনায় অনেকটাই কম। মোট ব্যবসা ১.৯৭ লক্ষ টাকার ব্যবসা দিয়েছে এই ছবি। প্রথম সপ্তাহে কাবুলিওয়ালা যায় ছিল ১ কোটি টাকা। আর দ্বিতীয় সপ্তাহে সেই আয় ছিল ৯৭ লক্ষ টাকা (Tollywood News)।
বলা বাহুল্য, প্রধান কাবুলিওয়ালার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে কিন্তু বছর শেষে ভালোই আয় করেছে বাংলা ছবি। ‘ডাঙ্কি’, ‘সালার’ ‘অ্যানিম্যাল’ ঝড়েও মাঝেও দেব-মিঠুনের স্টারডম ফিকে পড়তে দেয়নি বাংলাকে।