Attack On ED: তৃণমূল নেতা শাহজাহানকে ধরতে সন্দেশখালিতে বড় অভিযানে BSF

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার পর (Attack On ED) পার হয়েছে পাঁচ দিন। কিন্তু এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ…

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার পর (Attack On ED) পার হয়েছে পাঁচ দিন। কিন্তু এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ইডি। তবে কি তৃণমূল বিধায়কদের প্রতিক্রিয়ায় ভয় পাচ্ছে পুলিশ। উঠছে প্রশ্ন। তবে থেকে নেই ইডি। শাহজাহান নিয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে এবার তৎপর একাধিক কেন্দ্রীয় এজেন্সি। গোয়েন্দা তথ্য সংগ্রহে বাড়তি দায়িত্ব বিএসএফ এর গোয়েন্দা শাখাকে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে আগে অভিযোগ উঠতেই মানব পাচার যোগ খতিয়ে দেখতে সক্রিয় হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ।

নিখোঁজ তৃণমূল নেতা গ্রেফতার হোক চান না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দফতর। এমনভাবে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্বরাষ্ট্র সচিবের উচিত শাহজাহানকে খুঁজে বার করা। এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার।

এদিকে শেখ শাহজাহানের বাড়ির সামনে আজ সকাল থেকে আকুঞ্জিপাড়া মোড়ে শুরু হয়েছে নাক চেকিং। সরবেড়িয়াগামী সব গাড়িতেই চলছে তল্লাশি। তৃণমূল দলের নেতারাই বলছেন সন্দেশখালিতে আছেন শাহজাহান।তাই কি কেবল বাসন্তী হাইওয়েতে এই তল্লাশি? কিন্তু এতদিন রাজ্য পুলিশ কি করছিল, দাবি অনেকেরই।

অপরদিকে আঁটঘাট বেঁধে ময়দানে নেমেছে ইডি। গত মঙ্গলবার কলকাতায় দুটি বৈঠক সেরেছেন ইডি প্রধান রাহুল নবীন। নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। যে এলাকায় অভিযান হবে আগে সেই এলাকার নিখুঁত গ্রাউন্ড রিপোর্ট নিতে হবে। পাশাপাশি অফিসারদের নিরাপত্তায় জোর দিয়েছেন তিনি। এলাকা বুঝতে নিরাপত্তাকর্মী নিতে হবে বলেও জানিয়েছেন।

এদিকে ইডি অভিযানকে নাটক বলে কটাক্ষ করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলকে দেখে ভয়ে কাঁপে সবাই। তাই নাটক সাজিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে গ্রেফতার করি। এলাকা ফাঁকা হয়ে যাবে। বিজেপি একা মাঠে ডুগডুগি বাজাবে। ওত সহজ নয়। লড়াই ছাড়া এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না।