বাংলায় ভোটপ্রচারে এসে বড় মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। এবারও তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে কোথায় কত আসন পাবে বিজেপি তা নিয়েও রীতিমতো ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী।
ব্যারাকপুরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “উত্তর-পূর্বের ২৫টি আসনের মধ্যে ২২টি আসন পাবে বিজেপি (BJP)। আসামে আমরা ১৪টি আসনের মধ্যে ১২টি আসন জিতব, ১৩টি আসনও জিততে পারি। এনআরসির কোনও প্রস্তাব নেই, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এই ইস্যু তুলে আনছেন।”
সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতেও সুর চড়ান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘সন্দেশখালি মামলার তদন্ত করা সিবিআইয়ের উচিত বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সন্দেশখালির সিবিআই তদন্তে মুখ্যমন্ত্রী মমতা কী সমস্যা রয়েছে?’ উল্লেখ্য, এখনও পর্যন্ত ২৮৩টি আসনে ভোট হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। এখনও চারটি ধাপ বাকি। ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে।
চতুর্থ দফার ভোটটিও বেশ চমকপ্রদ হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। নজরে রয়েছে বাংলারও বহু আসন। আগামী ১৩ মে পশ্চিমবঙ্গের আটটি আসনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। আসনগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম।
#WATCH | Barrackpore, West Bengal: Assam CM Himanta Biswa Sarma says, “BJP will win 22 out of 25 seats in Northeast. In Assam we will win 12 out of 14 seats, we might win 13 seats. There is no NRC proposal, I don’t know from where Mamata Banerjee is making this issue. Supreme… pic.twitter.com/b36BUmA5J8
— ANI (@ANI) May 10, 2024