বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পথে আশাকর্মীরা, অচল রাসবিহারী মোড়

ASHA workers march for pay hike

কলকাতা: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ফের পথে আশাকর্মীরা। শুক্রবার সকাল থেকেই ‘কালীঘাট চলো’ অভিযানে অংশ নেন কয়েকশো আশাকর্মী। তাঁদের মিছিল আটকায় পুলিশ রাসবিহারী মোড়ের কাছে। এর ফলে অচল হয়ে পড়ে হাজরা থেকে রাসবিহারী সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা। যানজটে নাজেহাল সাধারণ মানুষ, তার উপর টানা বৃষ্টিতে ভোগান্তি আরও চরমে পৌঁছয়।

একাধিক দাবি

আশাকর্মীদের দাবি, তাঁদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, ন্যায্য বেতন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি চিকিৎসার সুবিধার্থে মেডিক্লেম চালু, পিএফ ও অন্যান্য সামাজিক সুরক্ষার আওতায় আনা, মাতৃত্বকালীন ছুটি— এই দাবিগুলিও তাঁরা জোরের সঙ্গে জানান।

   

অবরোধ ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায় তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। একাধিক জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়, নজরদারিতে রাখা হয় গুরুত্বপূর্ণ মোড়।

কেন্দ্রীয় অনুদান না আসার অভিযোগ ASHA workers march for pay hike

উল্লেখ্য, আশাকর্মীদের জন্য কেন্দ্রীয় অনুদান না আসার অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের শুরুতে তিনি আশাকর্মীদের আর্থিক সুরক্ষা বাড়ানোর আশ্বাসও দিয়েছিলেন। বাজেটে ঘোষিত হয়েছিল ৭০ হাজার আশাকর্মীর হাতে স্মার্টফোন তুলে দেওয়ার পরিকল্পনা এবং ২০০ কোটি টাকার বরাদ্দ। কিন্তু বেতন ও মর্যাদার প্রশ্নে এখনও আশাকর্মীদের ক্ষোভ বহাল। আর সেই কারণেই ফের রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন তাঁরা।

West Bengal: ASHA workers have launched a ‘Kalighat Chalo’ protest march in Kolkata demanding a pay hike and government employee status. Their demonstration at Rashbehari intersection caused major traffic disruption, amidst calls for better social security and benefits.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন