দুর্গা প্রতিমার মুখ চুরির অভিযোগ, খুঁটির সঙ্গে বেঁধে মারধর

আসানসোল: দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। রাজ্যজুড়ে চলছে প্রতিমা (Durga Idol) গড়ার শেষ মুহূর্তের তোড়জোড়। এর মধ্যেই আসানসোলে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। অভিযোগ, এক শিল্পীর…

আসানসোল: দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। রাজ্যজুড়ে চলছে প্রতিমা (Durga Idol) গড়ার শেষ মুহূর্তের তোড়জোড়। এর মধ্যেই আসানসোলে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। অভিযোগ, এক শিল্পীর কর্মশালা থেকে দুর্গা প্রতিমার মুখ চুরি হয়ে যায় এবং পরে সেগুলি উদ্ধার হয় আর এক প্রতিদ্বন্দ্বী মূর্তিশিল্পীর কর্মশালায়। এই ঘটনার জেরে অভিযুক্তকে স্থানীয়রা খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় শিল্পী বাপি পাল জানিয়েছেন, তাঁর কর্মশালা থেকে দুর্গা প্রতিমার দুটি মুখ নিখোঁজ হয়ে যায়। তিনি দাবি করেন, তাঁর প্রতিমার ছাঁচ একেবারেই অনন্য এবং কোনওভাবেই তা নকল করা সম্ভব নয়। বাপি পালের কথায়, “আমার মোল্ড আমার নিজের সৃষ্টি। বাইরের কেউ এটি হাতে পায়নি। আগামীকাল একটি প্রতিমা পূজা কমিটিতে দেওয়ার কথা ছিল। তার আগেই চুরি হয়েছে। এটা নিছক বিদ্বেষের কাজ।”

   

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে স্থানীয়রাই দেখতে পান, প্রতিমার মুখ দুটি উদ্ধার হয়েছে কাছের আর এক মূর্তিশিল্পী প্রীতম ঠাকুরের কর্মশালা থেকে। সঙ্গে সঙ্গেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। জনতা অভিযুক্ত প্রীতমকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে বেদম প্রহার করে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে যায় এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

জানা গিয়েছে, প্রীতম ঠাকুর আসলে বিহারের বাসিন্দা। তিনি বেশ কিছু বছর ধরে আসানসোলে প্রতিমা গড়ার কাজে যুক্ত। তবে এ ধরনের গুরুতর অভিযোগ এর আগে তাঁর বিরুদ্ধে ওঠেনি। পুলিশ এখন খতিয়ে দেখছে, এটি নিছক শিল্পীমহলের প্রতিদ্বন্দ্বিতা নাকি এর পেছনে কোনও বড় চক্র সক্রিয়।

Advertisements

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাপি পাল ও প্রীতম ঠাকুরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থেকেই এই চুরি হতে পারে। তবে ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এক তদন্তকারী আধিকারিক বলেন, “আমরা সব দিক খতিয়ে দেখছি। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা জানার চেষ্টা চলছে।”

দুর্গাপুজো বাঙালির আবেগের উৎসব। এই উৎসবকে ঘিরে মূর্তিশিল্পীরা সারা বছর পরিশ্রম করেন। তাই প্রতিমার মুখ চুরির ঘটনা শুধু শিল্পীমহল নয়, সাধারণ মানুষকেও ক্ষুব্ধ করেছে। স্থানীয়দের মতে, এই ঘটনায় আসানসোলের শিল্পীদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখযোগ্য, এ বছর মহালয়া ২১শে সেপ্টেম্বর। দেবীপক্ষের সূচনা থেকে শুরু হয়ে ২৮শে সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে শুরু হবে মূল উৎসব। ২রা অক্টোবর মহাদশমীর মাধ্যমে দুর্গাপুজো শেষ হবে। তার আগে প্রতিমা চুরির মতো ঘটনা উদ্যোক্তাদের মাঝেও উদ্বেগ বাড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রতিমার মুখ দুটিকে ইতিমধ্যেই সুরক্ষিত করা হয়েছে। অভিযুক্তকে কড়া জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিগগিরই ঘটনার আসল উদ্দেশ্য প্রকাশ্যে আসবে বলে প্রশাসনের দাবি।