পানিহাটি: মেলার ভিড়ে এক মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তিন নেতাকে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনাকে ঘিরে রাজনৈতিক তর্জা তুঙ্গে৷ সবর হয়েছে বিরোধী দল বিজেপি৷ তবে এরাজ্যের শাসকদল তৃণমূল এই ঘটনার কথা অস্বীকার করেছে৷
গত বছর অর্থাৎ ২০২৩-এর ডিসেম্বরের শেষে শুরু হয়েছে পানিহাটি উৎসব৷ সেই মেলা চলছে এখনও৷ এই মেলায় প্রায় প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়৷ সেখানেই ব্যারকপুর পুলিশ ব্যাটেলিয়নের মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে৷ অভিযোগের তীর খোদ তৃণমূল কাউন্সিলর ও দুই তৃণমূলকর্মীদের দিকে৷ ওই পুলিশকর্মী খড়দা থানায় অভিযোগ দায়ের করেন৷
ঘটনায় গ্রেফতার করা হয় কাউন্সিলর স্বপন কুণ্ডর অত্যন্ত ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা দীপ মজুমদারকে৷ ঘোলার নাটাগড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ৷ এবার গ্রেফতার আরও এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা। ঘোলা তরুণপল্লি থেকে দুলাল দাস ওরফে ঋজুকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।
মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে এখনও পর্যন্ত মোট তিন জন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীকে গ্রেফতার করল পুলিশ৷ সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে ঘোলা তরুণ পল্লি এলাকায় তল্লাশি চালায় পুলিশ কর্মীরা৷ এলাকাবাসীদের কাছ থেকে খোঁজখবর করে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় পুলিশ৷ সেই সময়ে বাড়িতেই ঘুমোচ্ছিলেন অভিযুক্ত৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় তাঁকে৷
এই ঘটনার পর সাংবাদিকদের সামনে মুখ খোলেন পানিহাটি উৎসবের অন্যতম আয়োজক ও স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ৷ বলেন, ‘‘পানিহাটি মেলা একটি বিরাট উৎসব৷ এই উৎসব এলাকার আবেগ৷ এই মেলার জন্য সারাবছর অপেক্ষা করে থাকে বাসিন্দারা৷ দূর-দূরান্ত থেকে লোক আসে এই মেলায়৷ এই উৎসবের বদনাম করার জন্যই পুলিশকর্মীদের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করছে৷’’