HomeWest BengalBhangar: ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ

Bhangar: ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ

- Advertisement -

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। পঞ্চায়েত ভোটের আগেই মনোনয়ন পর্ব কালে ধ্বংসস্তূপে পরিণত হয় ভাঙড়, যা দেখেছে গোটা বাংলা। গোলাগুলি-বোমায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবার ফের শিরোনামে ভাঙড়। আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র।

জানা গিয়েছে, শনিবার সকালে আইএসএফ-এর দুই কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াই এলাকায়। কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করেছে দু’জনকে।

   

পুলিশ সূত্রে খবর রায়ান আলি এবং জাহাঙ্গির মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র-কার্তুজ। দুজনেই আইএসএফ দলের কর্মী। ঘটনাটি ভাঙড়ের জিরংগাছা এলাকার ঘটনা।

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৈশাদ সিদ্দিকির বার বার শান্তির বার্তা দেওয়ার পরও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পঞ্চায়েতের আগে উদ্বিগ্ন রাজনৈতিক মহল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular