Arjun Singh: গজরাচ্ছেন অর্জুন সিং, ব্যারাকপুর থেকেই তৃণমূলে বিদ্রোহ শুরু

Arjun Singh house

ব্যারাকপুর থেকেই বিদ্রোহ! প্রার্থী হতে না পেরে দলের বিরুদ্ধে ফুঁসতে শুরু করলেন (Arjun Singh) অর্জুন সিং। তিনি এলাকার সাংসদ। বিজেপির টিকিটে জিতেছিলেন। পরে ফের তৃণমূলে সামিল হন। এবারের লোকসভা ভোটে তাঁকে টিকিট দিল না তৃ়নমূল। প্রার্থী হতে না পেরে হতাশ তিনি। জানা যাচ্ছে দ্রুত বিদ্রোহ শুরু করবেন তিনি।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ প্রকাশিত হতেই বিদ্রোহ আশঙ্কা তৈরি হয়। পুরনোদের ছাঁটাই এই বিদ্রোহের আগূন উস্কে দিয়েছে। ব্যারাকপুর থেকেই বিদ্রোহ শুরু হয়ে গেল।

   

আরও পড়ুুন : Arjun Singh: ব্যারাকপুরে গুঞ্জন তৃণমূলের বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ’ করবেন অর্জুন সিং

অর্জুনের নিজের এলাকা বলে পরিচিত ভাটপাড়া কেন্দ্রে বিজেপির বিধায়ক পবন সিং। শিল্পাঞ্চলে গুঞ্জন অর্জুন সিং নিজ পুত্রকে বিজেপিতে রেখে সে দলে ফের ঢোকার পথ তৈরি রেখেছেন। আলোচনায় উঠে আসছে, যদি তাঁকে বিজেপি না নিতে চায় তাহলে পুত্রকে সামনে রেখেই তৃণমূলের সঙ্গে ছায়াযুদ্ধ চালাবেন অর্জুন সিং।

Arjun singh

অর্জুন সিং বলছেন, প্রার্থী হবার বিষয়ে দলই বলেছিল। তিনি ইঙ্গিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশান করে বলেন, দলের টপ টু-এর সঙ্গেই কথা হয়েছিল। বিশ্বাসঘাতকতা করা হল।  উত্তর ২৪ পরগনার শিল্প শহর জুড়ে তীব্র আলোচনা এবার সাংসদ অর্জুন সিং ফের বিজেপিতে ঢুকতে চলেছেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই অর্জুন সিং ব্যারাকপুর থেকে গত লোকসভা ভোটে জয়ী হন। পরে বিজেপি সাংসদ থাকাকালীন ফের তৃণমূলে যোগ দেন। এবার তাঁকে প্রার্থী করেননি মমতা। ব্রিগেড থেকে প্রার্থী ঘোষণার পরই আলোচনা বাড়ছে ফের বিদ্রোহী হতে চলেছেন অর্জুন সিং। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন  মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি অর্জুন সিং বিরোধী গোষ্ঠী।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বাহুবলী জনপ্রতিনিধি বলে চর্চিত অর্জুন সিং। তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল ও বিজেপির মধ্যে আসা যাওয়া করেন। গতবার লোকসভা ভোটের পর থেকে উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলের জবরদস্ত নেতা অর্জুন সিং বনাম তৃণমূলের সংঘাত ছিল তীব্র। সেই সংঘাতে কোণঠাসা হচ্ছিলেন অর্জুন সিং। রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় তিনি ফের তৃণমূল কংগ্রেসে সামিল হন। তবে সাংসদ পদ ত্যাগ করেননি।

Arjun Singh: গজরাচ্ছেন অর্জুন সিং, ব্যারাকপুর থেকেই তৃণমূলে বিদ্রোহ শুরু

বিজেপি তাদের প্রথম দফার তালিকায় এই কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। অর্জুন সিংয়ের পুত্র পবন সিং বিজেপির বিধায়ক।  ভাটপাড়ার বিধায়ক তিনি। তাঁকেও ব্যারাকপুর থেকে প্রার্থী করতে পারে বিজেপি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন