HomeBharatPoliticsআলোর উৎসবে বাজি পোড়ানো থেকে বঞ্চিত বাংলার নারীরা? তীব্র প্রশ্ন বিজেপির

আলোর উৎসবে বাজি পোড়ানো থেকে বঞ্চিত বাংলার নারীরা? তীব্র প্রশ্ন বিজেপির

- Advertisement -

কলকাতা: দীপাবলি (Diwali) এবং কালীপুজো উপলক্ষে ২০ অক্টোবর থেকে সন্ধ্যা ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানয় ‘সবুজ সংকেত’ দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ২০ তারিখ থেকে ছট পুজো, অর্থাৎ ২৮ অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত বাজি পোড়ানর সময়সীমা বেঁধে দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা।

এই বিবৃতি জারি হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কটাক্ষ ছুঁড়েছে রাজ্য বিজেপি। শনিবার রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, “এই কালীপুজোয় রাজ্যের মহিলারা কি আতশবাজি ফাটাতে পারবেন?” এই তির্যক প্রশ্নে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের “মহিলাদের রাতে বেরনো” মন্তব্যকেই বিঁধেছে রাজ্য বিজেপি।

   

https://x.com/BJP4Bengal/status/1979457000003244513

পোস্টটিতে আরও লেখা হয়েছে, “মমতা পুলিশ দীপাবলি এবং কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত আতশবাজি পোড়ানোর অনুমতি দিয়েছে। কিন্তু মমতার নির্দেশ অনুসারে তো রাত ৮টার পর মহিলাদের বাইরে থাকা বারণ! তাহলে তাঁরা কীভাবে উৎসবে অংশগ্রহণ করবেন?” দুর্গাপুর কান্ডের রেশ টেনে পোস্টটিতে লেখা হয়েছে, “আসলে কেবল ধর্ষক এবং অপরাধীরাই আতশবাজি ফাটানোর সুযোগ পাবে। আর মহিলারা ঘরে বন্দী থাকবেন।”

দুর্গাপুর কান্ডের রেশ টেনে মমতাকে কটাক্ষ

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িয়া পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি শুনেছি মেয়েটি রাত ১২.৩০ টা নাগাদ ক্যাম্পাসের বাইরে গেছিল। অতো রাতে সে কলেজ ক্যাম্পাসের বাইরে গেল কি করে? বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। মেয়েদেরকেও সতর্ক হতে হবে। পুলিশ সব জায়গায় পাহাড়া দিতে পারবে না”। মমতার এই মন্তব্যের পরেই শুরু হয় তুমুল বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘তালিবানি মনোভাব’ বলে উল্লেখ করেন লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পালের মত বিজেপির মহিলা নেতৃত্বরা।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular