আরাবুল-হাকিমুলের যৌথ আবেদন ভুল হয়েছে ক্ষমা করুন, তৃণমূলে ভোট দিন

পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। মনোনয়নের শেষ দিনে প্রাণ যায় তিন জনের। সেই ঘটনার ১১ দিন পর প্রকাশ্যে ভাঙড়বাসীর কাছে ক্ষমা…

আরাবুল-হাকিমুলের যৌথ আবেদন ভুল হয়েছে ক্ষমা করুন, তৃণমূলে ভোট দিন

পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। মনোনয়নের শেষ দিনে প্রাণ যায় তিন জনের। সেই ঘটনার ১১ দিন পর প্রকাশ্যে ভাঙড়বাসীর কাছে ক্ষমা চাইলেন আরাবুলের পুত্র হাকিমুল ইসলাম।

গত মঙ্গলবার বামনঘাটায় একটি প্রচার সভা ছিল। সেই সভা থেকেই আরাবুলের উপস্থিতিতেই হাতজোড় করে ক্ষমা চান হাকিবুল। হাতজোড় করে হাকিমুল বলেন, “ভুল হয়েছে। আমাদের ক্ষমা করে দিয়ে ভোট দিন।আগামী পাঁচ বছর উন্নয়নের কাজ করব প্রতিশ্রুতি দিচ্ছি। কথা রাখতে না পারলে, পাঁচ বছর পর আর ভোট চাইতে আসব না।“

হাকিমুল আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের কাছে কোনও ভুল করেনি। যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের কাছে কোনও ভুল করে থাকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে নিজেরা ভুল স্বীকার করছি। আপনারা আমাদের ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আমাদের ভুল থাকলে আপনারা ক্ষমা করে দিন। আগামী ৫ বছরের জন্য ঋণ হিসাবে আপনাদের ভোট চাইছি। আপনাদের এলাকার উন্নয়ন নিশ্চিত করব এটা অঙ্গীকার করছি। যদি আপনাদের এলাকার উন্নয়ন না করতে পারি, পরের বার আপনাদের কাছে ভোট চাইতে আসব না। এটা আপনাদের কাছে কথা দিয়ে গেলাম।“

Advertisements

মুহূর্তেই এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।