HomeWest BengalTMC: আশান্ত ভাঙড়ে আরাবুলই পঞ্চায়েত সমিতির সভাপতি

TMC: আশান্ত ভাঙড়ে আরাবুলই পঞ্চায়েত সমিতির সভাপতি

- Advertisement -

পঞ্চায়েত ভোটে রক্তাক্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আইএসঅফ-বাম জোট বনাম তৃণমূল (TMC) সংঘর্ষে বেড়েছে মৃতদেহের সংখ্যা। বিধানসভাটি আইএসএফ দখলে থাকলেও ভাঙড়ের পঞ্চায়েতে তৃণমূল শক্তি দেখিয়েছে।বিতর্কিত নেতা আরাবুল ইসলামের উপরই ভরসা রাখছে তৃণমূল। ২২ পঞ্চায়েত সদস্যের ভোটে তার উপরেই ভরসা দলের। ভাঙড়-২ পঞ্চায়েত সভাপতি নির্বাচিত আরাবুল ইসলাম। আরাবুলকে সম্বর্ধনা দিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক ও স্থানীয় তৃ়ণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা।

শওকত মোল্লা জানিয়েছেন, এই জয় মা মাটি মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। বিশেষ করে ভাঙড়ের মানুষের জয়। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমি আজ খুবই গর্বিত। তিনি আরো বলেন, আমার অত্যন্ত পরিচিত এবং কাছের আরাবুল দা আজ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছে। কল্পনা দি, সোনালী দি সহকারী সভাপতি হয়েছেন। আগামী পাঁচ বছর আমরা যদি ভাঙড়ের সাধারণ মানুষের জন্য মাথা নিচু করে কাজ করতে পারি, সরকারি পরিষেবা যদি পৌঁছে দিতে পারি। সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং ভাঙড়ের শান্তি ফেরানো আমাদের মূল লক্ষ্য।

   

পঞ্চায়েত ভোট পর্ব চলাকালীন সময় আরাবুল ইসলাম ও শওকত মোল্লাকে নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল। রণক্ষেত্রের আকার ধারণ করেছিল গোটা ভাঙড়। চারিদিকে বোমাবাজি ও খুনের ঘটনা এসেছিল সামনে। সেই ভাঙরি এবার তৃণমূল ভরসা রাখল আরাবুল ইসলামের উপর।

গোটা বাংলার বিভিন্ন পঞ্চায়েতে যেখানে বোর্ড গঠন নিয়ে যেখানে চলছে একাধিক লড়াই তথা জল্পনা। সেখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত সভাপতি নির্বাচিত করা হলো আরাবুল ইসলাম।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular