Birbhum: বোলপুর থেকে ভোটে লড়বেন অনুপম হাজরা, বিক্ষুব্ধ বিজেপি নেতার মুখে তৃণমূলের প্রশংসা

anupam hazra

বিদ্রোহ করে দলের কেন্দ্রীয় নেতার পদ চলে গেছে তবে রাজ্য নেতাদের কটাক্ষে কমতি নেই অনুপম হাজরার। এবার তিনি বোলপুর কেন্দ্র থেকে লড়াই করবেন বলে জানালেন। বিক্ষুব্ধ বিজেপি নেতা প্রশংসা করেছেন তৃণমূল নেতা কাজল শেখের। সম্প্রতি কাজলকে বীরভূমের (Birbhum)তৃ়নমূল কোর কমিটি থেকে সরিয়েছেন মমতা।

Advertisements

পদ হারিয়েও ফের বিস্ফোরক অনুপম হাজরা। এবার বোলপুর থেকেই লোকসভা নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এর সঙ্গে বলেন, ‘দল লাগেনা মানুষ চাইছে তাই লড়বো’। চড়া সুরে এই দাবি করেছেন বিজেপি নেতা।

   
Advertisements

এর সঙ্গে তিনি ঢালাও প্রশংসা করেছেন কাজল শেখের। অনুপম হাজরা বলেন, ” আমার ইচ্ছে হয়েছে তাই দাঁড়াবো। দাঁড়ানোর জন্য কোনও দলের দরকার পড়ে না। এটা গণতান্ত্রিক দেশ, তাই ইচ্ছে হচ্ছে দাঁড়িয়ে যাবো। আমার দলের প্রতীক যদি দেয় তাহলে ভালো কথা কিন্তু মানুষ চাইলেই দাঁড়িয়ে যাবো। আবার শুধু দাঁড়ালেই হবে না দেখতে হবে আপনার ইচ্ছে কী। যেমন আমার দলে দু একজন নেতা আছে ইলেকশনের ফান্ড নেওয়ার জন্য দাঁড়ায়। তারা বছরের পর বছর দাঁড়ায় আর বছরের পর বছর হারে”।