অণ্ডকোষ পেকে প্রথমে রক্ষা পান হাসপাতালে গিয়ে। পরে চাপের মুখে আর সিবিআই জেরা এড়াতে এসএসকেএমে গেলেও আর জায়গা হয়নি। এবার সিবিআই (CBI) হেফাজতে ১৪ দিন জেলেই থাকতে হবে (Anubrata Mondal) অনুব্রত মণ্ডলকে। শেষ রক্ষা হলনা। কেষ্টদা’র জেল হয়েছে শুনে (Birbhum) বীরভূমে চাপা আতঙ্ক।
বীরভূমে চলছে কানাকানি। কে হবে জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি? জেলা তৃণমূল কংগ্রেস শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন রাজ্য নেতারা। মুখ রক্ষায় অনুব্রতকে পদ থেকে সরানোর ঘোষণা করা হবে। যেমন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জেল হওয়ার পর তাঁকে দলীয় ও মন্ত্রীপদ থেকে সরানো হয়েছে।
ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক গোরু পাচার চক্রের চাঁই বলে অভিযুক্ত অনুব্রত জেলে গেছে। সিবিআই তদন্তে উঠে এসেছে বিপুল সম্পত্তির মালিক বীরভূমের টিএমসি নেতা অনুব্রত মণ্ডলের। তাঁর সঙ্গে জড়িত বিএসএফের কিছু অফিসার ও তৃ়ণমূলের অন্যান্য কয়েকজন নেতা ও বিধায়ক। এবার তাদের টানাটানি চলবে বলেই ইঙ্গিত সিবিআইয়ের।এদিন অনুব্রতর জেল হেফাজতের খবর পেতেই বীরভূম, মালদা, মুর্শিদাবাদ জুড়ে গোরু পাচার রুটের তৃণমূল কংগ্রেসের বিধায়করা অস্বস্তিতে।
বীরভূম জুড়ে তৃ়ণমূল কংগ্রেসের সমর্থকরা মুখ লুকিয়েছেন। বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতর বাড়ির সামনে থেকে সরে যাচ্ছেন তারা। সিবিআই হেফাজতে নে়ওয়ার দিন থেকে বোলপুরের টিএমসি কর্মীরা বারবার দাবি করেন তারা কেষ্টদার পাশে।
গোরু পাচার মামলায় বিপুল লেনদেনে জড়িত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত (কেষ্ট) মণ্ডল এমনই তথ্য আসানসোল আদালতে তুলে ধরেন সিবিআই আইনজীবী। তিনি অনুব্রতর জামিন আবেদন বাতিলের আর্জি জানান। বিচারক অনুব্রতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।