অঙ্কিতার মতোই বেআইনি নিয়োগ! ‘শিক্ষিকা’ সুকন্যা চাকরি খোয়াতে পারে

পরিচয়ে তিনি কেষ্ট-কন্যা৷ বীরভূম তথা রাজ্যের বিতর্কিত তৃ়ণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট এখন গোরু পাচার তদন্তে সিবিআই হেফাজতে। তার মেয়ের নিয়োগে অনিয়ম! এই অভিযোগ উঠতেই ফের তোলপাড় গোটা রাজ্য৷

Advertisements

গোরু পাচার মামলায় সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের কার্যপ্রণালী দেখে চোখ কপালে উঠতে শুরু করেছে।

অভিযোগ, পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছিল অনুব্রতর মেয়ে সুকন্যা। ২০১২ সাল থেকে যে স্কুলে সে শিক্ষিকা সেখানে যেত না। রেজিস্টারের খাতা চলে আসত বাড়িতে। সুকন্যার কাজের পুঙ্খানুপুঙ্খ বিবরণ উঠে আসতেই তাকে তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতায় বাবা অনুব্রতর চিনার পার্ক ফ্ল্যাট হয়েই আদালতে যাবে সুকন্যা।

Advertisements

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের মেয়ে অঙ্কিতাকে চাকরি দিয়েছিলেন পরেশ৷ পরে একাধিক তথ্য সামনে উঠে আসতেই চাকরি হারাতে হয়েছে পরেশ কন্যা অঙ্কিতাকে।বেতন ফেরত দিতে হয়েছে। সেই চাকরির আসল প্রাপক ববিতা সরকারকে চাকরি পাইয়ে দেয় আদালত৷ সুকন্যার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে না তো? উঠছে প্রশ্ন।

আজ আদালতে নিয়োগ সংক্রান্ত যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সুকন্যাকে তা হল, আবেদন করে চাকরি হয়েছিল তাঁর? এমনকি নিয়োগ নিয়ে সমস্ত তথ্য পেশ করতে হবে তাঁকে। গোটা বিষয়টি নিয়ে জল বেশীদূর গড়ানোর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আজই সিদ্ধান্ত নেবেন। তা মনে করছে ওয়াকিবহাল মহল।