Anubrata Mondal: কেষ্টকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি দুঁদে অফিসারদের টিম

জেরার জন্য ৬ সদস্যের বিশেষ দল গঠন করলো ইডি। এই দলের নেতৃত্ব দেবেন দুঁদে আইপিএস তথা ইডির স্পেশাল ডিরেক্টর সোনিয়া নারাং। গতকাল আদালতে পেশের পর দিল্লির সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে৷

Anubrata Mondal

কেষ্টকে (Anubrata Mondal) নিয়ে মধ্যরাতে চলে মহানাটকীয় পর্ব৷ বিচারকের বাড়িতে পেশ করার পর আগামী ১০ তারিখ অবধি হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে গরু পাচারের টাকা কোথায় রয়েছে? সেবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, জেরার জন্য ৬ সদস্যের বিশেষ দল গঠন করলো ইডি। এই দলের নেতৃত্ব দেবেন দুঁদে আইপিএস তথা ইডির স্পেশাল ডিরেক্টর সোনিয়া নারাং। গতকাল আদালতে পেশের পর দিল্লির সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে৷

   

এর আগে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সে কথা শুনেই বিচারক জানালেন তাঁর বাড়িতে অনুব্রত মণ্ডলকে পেশ করতে। এরপর ইডির দফতর থেকে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় বিচারকের বাড়িতে৷

সেখানে সওয়াল জবাব পর্বে ১৪ দিনের হেফাজতে অনুব্রতকে নিতে চায় ইডি৷ কিন্তু ৩ দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, অনুব্রতর জেরা চলাকালীন উপস্থিত থাকবেন আইনজীবী৷ এমনকি তাঁর আইনজীবী দেখা করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন