Anubrata Mondal: সিবিআই জেরায় হাজিরা দিতে কলকাতায় কেষ্ট, অসুস্থ হবার সম্ভাবনা

anubrata mandal

গোরু পাচার মামলায় নিজাম প্যালেসে সিবিআইয়ের হাজিরা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)৷ এবার তাঁকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করেছে সিবিআই। বৃহস্পতিবার হাজিরা দিতে হবে। এরই মধ্যে বুধবার বোলপুর থেকে কলকাতা পৌঁছলেন অনুব্রত মণ্ডল৷ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবার কথা।

এবারও কি হাসপাতালের দিকে ঘুরে যাবে অনুব্রতর গাড়ি। চলছে এমন আলোচনা। কারণ, অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দাদার বলল শরীর ভালো নেই। তিন তারিখ ডাক্তার দেখানোর রয়েছে। তাই কলকাতা যাচ্ছেন।চিনার পার্কের বাড়িতে থাকবেন৷ কাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারেন।

   

এর আগে ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। একইসঙ্গে গোরু পাচার কাণ্ডেও তাঁকে তলব করা হয়। কিন্তু বারবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান কেষ্ট।

গোরু পাচার মামলা হাজিরা দিতে গিয়ে চলে গেছিলেন এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে ‘সুস্থ’ হয়ে আচমকা গত ১৯ মে নিজাম প্যালেসে গোরু পাচার মামলায় হাজিরা দেন তিনি৷ এর পরেই সোজা চলে যান বীরভূমে। এবার সিবিআইয়ের তরফে ভোট পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রতকে তলব করা হয়েছো৷

রাজনৈতিক মহলের বক্তব্য, চারিদিক থেকে অনুব্রতকে চাপে ফেলার চেষ্টা করছে সিবিআই। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে তলব করেছে সিবিআই। বুধবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন