Anubrata Mondal: হঠাৎ ফিসচুলা ফেটে ‘পাছায় যন্ত্রণা’ অনুব্রতর, পরীক্ষা করবেন চিকিৎসকরা

গোরু পাচার (Cow smuggling) মামলায় জেলে বন্দি তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনব্রত মণ্ডলের (Anubrata Mondal) দাবি, তাঁর ফিসচুলা ফেটে পাছায় যন্ত্রণা হচ্ছে।

Anubrata Mondal

short-samachar

গোরু পাচার (Cow smuggling) মামলায় জেলে বন্দি তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনব্রত মণ্ডলের (Anubrata Mondal) দাবি, তাঁর ফিসচুলা ফেটে পাছায় যন্ত্রণা হচ্ছে। তাঁকে তড়িঘড়ি আসানসোল জেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা পরীক্ষা করবেন অনুব্রতকে। এর আগে বোলপুর থেকে গ্রেফতারের সময় বারবার অনুব্রত দাবি করেছিলেন তিনি ফিসচুলা সংক্রান্ত যন্ত্রনায় অসুস্থ। সেই দাবি ধোপে টেকেনি।

   

ফিসচুলা ফেটে যাওয়ায় রক্তপাত হচ্ছে। বিচারকের কাছে এমনই কাতর আবেদন করেন জানান অনুব্রত মণ্ডল। তারপর তাঁকে জেল হাসপাতালে আনা হয়।
গোরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি। এতে কোনও বাধা নেই তাদের। অনুব্রতর আইনজীবীরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন দিল্লি যাত্রা আটকাতে। একই মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করে ইডি। তার ঠাঁই হয়েছে তিহার জেলে।

বীরভূম জেলা তৃণমূলে ছড়িয়েছে উদ্বেগ। জেলা নেতাদের আশঙ্কা পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য থেকে অনুব্রত মণ্ডলকে সরানো হবে। গোরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।