বোলপুর: গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল এখন জামিনে মুক্ত৷ দিল্লির তিহার জেল থেকে ফিরেই রাজ্য রাজনীতিতে স্বমহিমায় তিনি৷ সভা-সমাবেশ করছেন নিয়মিত৷ এরই মধ্যে ধুমধাম করে উদ্বোধন করা হল কেষ্ট মণ্ডলের ‘ফ্যান ক্লাব’। যা নিয়ে দানা বাঁধল বিতর্ক। (anubrata mondal fan club)
সিউড়িতে হয়েছে ‘অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব’ anubrata mondal fan club
বীরভূমের সিউড়িতে তৈরি করা হয়েছে ‘অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব’৷ সোমবার সন্ধ্যায় ওই ক্লাবের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী। “অনুব্রত মণ্ডল জিন্দাবাদ” স্লোগানে ভরে ওঠে ক্লাব চত্বর৷ সেখানে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা-কর্মীরাও। এই ফ্যান ক্লাবকে কেন্দ্র করেই যত বিতর্ক৷ অভিযোগ, বেআইনি ভাবে ফুটপাথ দখল করে ‘অনুব্রত ফ্যান ক্লাব’ তৈরি করা হয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাথ খালি করার নির্দেশ দিচ্ছেন, সেখানে কী ভাবে ফুটপাথের উপর এই ‘ফ্যান ক্লাব’ তৈরি করা হল৷ অনুব্রত ফ্যান ক্লাব নিয়ে রীতিমতো সরগরম সিউড়ি৷
গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত anubrata mondal fan club
২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন একদা বোলপুরের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল৷ বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কেষ্টকে গ্রেফতার করে সিবিআই। সেই থেকেই জেলবন্দি ছিলেন বীরভূম জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে ছিলেন অনুব্রত। পরে সেখান থেকে দিল্লির তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। গত বছর জামিন পান৷ ২৫ মাস পর বাড়ি ফিরেন তিনি৷ এবার জড়ালেন ফ্যান ক্লাব বিতর্কে৷
এলাকাবাসীরা অবাক এই দেখে যে একজন বিধায়ক হয়ে কী ভাবে ফুটপাতের উপর এই ক্লাব উদ্বোধন করলেন বিকাশ রায়চৌধুরী। অবশ্য বিধায়ক জানিয়েছেন, রাস্তা থেকে তিন ফুট ছাড় দিয়েই এই ফ্যান ক্লাব তৈরি করা হয়েছে। প্রশাসন চাইলে এই ক্লাব সরিয়েও দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷
West Bengal: Anubrata Mondal, released on bail in the cattle smuggling case, returns to West Bengal politics. His fan club’s inauguration in Birbhum sparks controversy over illegal occupation of footpaths. Local MLA Bikas Raychowdhury inaugurated the club.