Monday, December 8, 2025
HomeWest Bengalরেকর্ড অব্যাহত রেখে সিবিআইয়ের হাজিরা এড়ালেন কেষ্ট

রেকর্ড অব্যাহত রেখে সিবিআইয়ের হাজিরা এড়ালেন কেষ্ট

- Advertisement -

রেকর্ড ভাঙলেন না, ফের একবার সিবিআই-এর হাজিরা এড়ালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর এই নিয়ে চতুর্থবার গরু পাচারকাণ্ডে সিবিআই-এর হাজিরা এড়ালেন কেষ্ট।

সেইসঙ্গে নিজের আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে সময় চেয়েছেন তিনি। আপাতত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া অবধি সময় চেয়েছেন বলে খবর।

   

সম্প্রতি গরু পাচারকাণ্ডে সম্প্রতি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এর আবেদন খারিজ করেছিল সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সেই আবেদন মঞ্জুর করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

<

p style=”text-align: justify;”>জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। এদিকে গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। গত ১১ মার্চ বিচারপতি রাজা শেখর মান্থারের এজলাসে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই আবেদন খারিজ করে দেওয়ার পর সোমবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা শুনানির আবেদন আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular