Anubrata Mandal: আত্মপ্রকাশ ঘটল কেষ্টার জীবনী ‘খেলা হবে’

বঙ্গ রাজনীতিতে অনুব্রত মন্ডল যেখানে, বিতর্ক সেখানে। নিজের বক্তব্যের মধ্য দিয়ে কীভাবে নেটিজেনদের নজর কাড়তে হয় সেবিষয়ে দক্ষতা রয়েছে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতর। তাঁর বলা ‘খেলা হবে’ স্লোগান সর্বত্র জনপ্রিয়। এই নামেই তৃণমূল নেতার জীবনী প্রকাশিত হল। 

Advertisements

মঙ্গলবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুব্রত মন্ডলের জীবনী ‘খেলা হবে’-র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ডেপুটি স্পিকার সহ বিশিষ্টজনেরা। শিক্ষামন্ত্রী বইটির উদ্বোধন করেন। 

খেলা হবে বইটির রচয়িতা একজন সাংবাদিক। ভূমিকা লিখেছেন খোদ ব্রাত্য বসু। এর মাধ্যমে অনুব্রত মন্ডলকে আরও কাছ থেকে জানার সুযোগ থাকবে। তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক, জীবনের ওঠা-পড়া এবং তাঁর বলা নানা কথা উল্লেখ থাকবে বইতে। শীঘ্রই বাজারে পাওয়া যাবে ‘খেলা হবে’।

Advertisements