Anubrata Mandal: বুকের ব্যাথা কমে যাওয়ায় হাসপাতাল ছাড়লেন অনুব্রত

Anubrata Mandal

বুকে ব্যাথার কারণে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) গতকালই চিকিৎসকদের পরামর্শ নিয়ে সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন । বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে সাড়ে চার ঘন্টা পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে আসার পর অনুব্রতর ইসিজি এবং ইকো টেস্ট করানো হয়। আড়ে চার ঘন্টা ধরে ৩৫৫ নম্বর বেডে ভর্তি থেকে চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। অনুব্রত হাঁটাচলা করার সময় তাঁর হৃদযন্ত্রে কতটা রক্ত চলাচল করছে সেটাও জানতে চান চিকিৎসকরা। এরপরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন অনুব্রত মণ্ডলকে আপাতত হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই।

   

সূত্রের খবর, গতকাল রাত থেকেই বুকে ব্যাথা অনুভূত করেন অনুব্রত মণ্ডল। তখনই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা তাঁকে আজই ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী সকালেই হাসপাতালে উপস্থিত হন তিনি। তাঁর হার্টে ব্লকেজ রয়েছে কি না সেটাই খতিয়ে দেখা শুরু হয়। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত টেস্ট শুরু করা হয়।

উল্লেখ্য, এর আগে একাধিক মামলা সিবিআইয়ের তলব এড়িয়ে গেছেন অনুব্রত মণ্ডল। বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। যেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়।

এরপর ২২ এপ্রিল এসএসকেএম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যান। পরে ২৩ তারিখেই সিবিআইয়ের জোড়া তলব আসে। তখন অনুব্রত জানিয়ে দেন চিকিৎসকদের পরামর্শ রয়েছে। তাই তিনি হাজিরা দিতে পারবেন না। যদিও এখনও সিবিআইয়ের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন