দিলীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক কেষ্টা

 বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। উত্তরপ্রদেশ সফর নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে সুর চড়ালেন ‘কেষ্টা’। 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তের নির্দেশ রাজ্যের

   

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। মমতা ব্যানার্জী প্রতিবাদে যোগী সরকারের তীব্র নিন্দা করেন। এই ঘটনায় দিলীপ ঘোষ বলেন, ‘উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর বক্তব্য ভালোভাবে নেবে না সাধারণ মানুষ।’

বিজেপি নেতার মন্তব্যের জবাবে অনুব্রত মন্ডল বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাঁকে সম্মান করা উচিৎ। কিন্তু বিজেপির সেই ধারা নেই। দিলীপ ঘোষ নিজেও মহিলাদের সম্মান করতে জানে না। তিনি কটাক্ষ করে বলেন, ‘দিলীপ ঘোষকে ছোট থেকে কেউ মধু দেয়নি।’ 

আরও পড়ুন: Lionel Messi burger: মেসিকে খাবেন নাকি?

উত্তরপ্রদেশ সফরে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখে বিক্ষোভ করে বিজেপি কর্মীরা। তৃণমূল নেত্রীকে জয় শ্রী রাম এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। মমতা ব্যানার্জী এর পাল্টা জয় হিন্দ স্লোগান দিতে থাকেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী সেদিন মুখ না খুললেও সরব হয়েছিলেন সপা প্রধান অখিলেশ যাদব। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন