মমতা-সাক্ষাৎরের পরই রাজনীতির ময়দানে কামব্যাক ‘কেষ্ট’র!

কয়েকদিন আগেই তিহাড় জেল থেকে ফিরেছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল (Anubrata Mondal)৷ গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল দিদির ‘কেষ্টা’কে৷ তবে প্রায় দুই বছর পর…

44444 মমতা-সাক্ষাৎরের পরই রাজনীতির ময়দানে কামব্যাক 'কেষ্ট'র!

কয়েকদিন আগেই তিহাড় জেল থেকে ফিরেছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল (Anubrata Mondal)৷ গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল দিদির ‘কেষ্টা’কে৷ তবে প্রায় দুই বছর পর জেল থেকে বাড়ি ফিরে উৎসবের মেজাজে রয়েছেন বীরভূমের বাঘ৷

পুজোর আগেই অনুব্রত মণ্ডলের জেলমুক্তিতে উৎসবের আমজ শুরু করে দিয়েছেন বীরভূমের তৃণমূলের অনুগামীরা। তাঁর এই ফেরাতে অনুব্রত মন্ডলের বিশেষ করে বীরভূমে অনুব্রত অনুগামী তৃণমূল নেতারা যেন প্রাণ ফিরে পেল৷ উৎসবে মেতে উঠেছেন সকলেই৷ তবে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে, কবে থেকে ফের রাদনীতির ময়দানে ফিরবেন অনুব্রত মন্ডল? বীরভূমের বেতাজ বাদশাকে রাজনীতির ময়দানে কামব্যাক নিয়ে মুখিয়ে রয়েছে তৃণমূল কর্মীরা৷ এরই মধ্যে যেদিন জেল থেকে বাড়িতে ফিরেছেন সেদিনই বন্যাকবলিত জায়গা পরিদর্শনে গিয়েছিলেন, সেখানেই কেষ্টর সঙ্গে দেখা করার কথা থাকলেও কোনও বৈঠক হয়নি৷

   

তবে বুধবার প্রথমবারের জন্য দলের জেলা দফতের গিয়েছিলেন অনুব্রত। আর তার পরই অনুব্রতর সক্রিয় রাজনীতিতে ফেরার দিনক্ষণ নিয়ে স্পষ্ট বার্তা আসে তৃণমূলের অন্দর থেকে। আর সেই অনুসারে, কেষ্টদাকে দলের মঞ্চে ফের দেখতে আর বেশি অপেক্ষা করতে হবে না তাঁর অনুগামীদের।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে,,সামনেই দুর্গাপুজো ও কালীপুজো মিটলেই পুরো দমে রাজনীতির ময়দানে নেমে পড়বেন অনুব্রত মণ্ডল। ভাইফোঁটার পরে তাঁকে দলের হয়ে সভায় যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও প্রতিদিন বিকেল থেকে বীরভূমের জেলা কমিটির দফতরে থাকবেন তিনি৷ এমনিতেই পুজোর সময় সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকে। তাই এই মুহূর্তে বাড়িতেই থাকবেন তিনি৷

যদিও অনুব্রতর বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। তাই দলের হয়ে এখন কোনও কাজ না করে বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। ভাইফোঁটার পর ফের পুরোদমে রাজনীতির ময়দানে নামবেন তিনি৷