আনিসের দাদাকে হুমকি ফোন, গ্রেফতার অভিযুক্ত

আনিস খানের খুনের জটিলতা এখনও কাটেনি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সিট গঠনের পরেও নিহত ছাত্রনেতার পরিবার সিবিআই তদন্ত চাইছে। এই কারণে আনিসের দাদার কাছে হুমকি দিয়ে ফোন…

আনিস খানের খুনের জটিলতা এখনও কাটেনি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সিট গঠনের পরেও নিহত ছাত্রনেতার পরিবার সিবিআই তদন্ত চাইছে। এই কারণে আনিসের দাদার কাছে হুমকি দিয়ে ফোন আসতে থাকে। রবিবার গ্রেফতার করা হল অভিযুক্তকে।

Advertisements

আরও পড়ুন: পুরভোটে গোহারান হেরে ফের বঙ্গ বিজেপিতে রদবদলের সম্ভাবনা

   

আনিস খানের পরিবার সিবিআই তদন্ত চাইলে ছাত্রনেতার দাদাকে অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে হুমকি দিয়ে বলা হয়, সিবিআই থেকে সরে না আসলে মরে যেতে হবে। আমতা পুলিশ তিলজলা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত সারোয়ার হোসেন বেআইনি নম্বর থেকে ফোন করত। কলকাতা পুলিশ সাইবার সেল খোঁজ লাগিয়ে অভিযুক্তের সন্ধান পায়।

আরও পড়ুন: Ukraine War: থামো পুতিন, যুদ্ধ বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়ায় গ্রেফতার চলছে

গত মাসে আমতায় নিজের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিস খানের। আনিসের বাবার অভিযোগ, পুলিশের কয়েকজন বাড়িতে এসে তাঁর ছেলেকে হত্যা করেই। এইজন্যই বাংলার পুলিশে ভরসা করতে পারছেন না, ছেলের খুনের নিরপেক্ষ বিচারের জন্য সিবিআই তদন্ত দাবি করে। এই ঘটনার তিনদিনের মাথায় সিট গঠন করা হয়। তবে অসহযোগিতা দেখা যায় আনিসের বাবার পক্ষ থেকে। কলকাতা হাইকোর্ট আনিস মামলায় সিট দিয়েই তদন্ত করানোর রায় দেয়। এরপর আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ৬ ঘণ্টা ময়নাতদন্তের পর ফের কবর দেওয়া হয় আনিস খানের দেহ।