Paschim Medinipur: পুকুর খুঁড়তেই প্রাচীন যুগের মূর্তি, উন্মাদনা শালবনি ব্লকের গ্রামবাসীদের

Excavation of an ancient sculpture during pond digging in Salboni.

পুকুর খুঁড়তেই উঠে এল প্রাচীন যুগের মূর্তি (ancient sculpture)। সেই নিয়ে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনি ব্লকের ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের কুতুরিয়া গ্রামের গ্রামবাসীদের গতকাল বিকেল থেকে উন্মাদনা তুঙ্গে।

মূর্তি দেখে উন্মাদনা গ্রামবাসীদের মধ্যে। শুরু হল পুজো। ঠাকুরের আশীর্বাদ নিতে প্রণাম করার হিড়িক। শঙ্খ, কাঁসর, যে যা পারে নিয়ে হাজির। আশেপাশের গ্রাম থেকে মানুষ-জন আসতে শুরু করেন। প্রশাসনের কাছে খবর পৌঁছালে তাঁরা এসে ওই মূর্তি নিয়ে যেতে চান। কিন্তু, মূর্তি দিতে নারাজ গ্রামবাসীরা। শেষে গ্রামবাসীদের উন্মাদনার কাছে পিছু হটতে হল প্রশাসনকে।

   

জানা যায়, ওই গ্রাম লাগোয়া এক পুকুর খোঁড়া হচ্ছিল। সেই খোঁড়ার কাজ চলার সময় জেসিবি মেশিনে উঠে আসে এক প্রাচীন যুগের মূর্তি (Idole)। খবর পেয়ে সেখানে আসে শালবনি থানার পুলিশ। পুলিশ ওই মূর্তিটি উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা তা দিতে রাজি নয় বলে জানিয়ে দেয়।

গ্রামবাসীদের দাবি, গ্রামেরই প্রাচীন পুকুর থেকে উদ্ধার হওয়া এই মূর্তি তাঁরা গ্রামেরই মন্দিরে রেখে পূজার্চনা করবেন। খবর ছড়িয়ে যাওয়ার পর শাঁখ, কাঁসর বাজিয়ে তাঁরা এই মূর্তিকে গ্রামের শীতলা মন্দিরে নিয়ে যায়। গ্রামবাসীদের মধ্যে এক খুশির উন্মাদনা দেখা দেয়। গ্রামবাসীদের কাছে কার্যত প্রশাসনের ব্যক্তিদেরকে পিছু হটতে হয়।

জানা যায় ,মূর্তিটি কাঠের তৈরী। প্রাচীন সময়ের নয়। প্রাচীন সময়ের হলে এতদিনে তা নষ্ট হয়ে যেতো। কিন্তু গ্রামবাসীরা কোনোভাবেই তা মানতে রাজী নয়। ইতিমধ্যে গ্রামে মন্দির করে মূর্তিকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত ও তোড়জোড় শুরু করে দিয়েছে গ্রামবাসীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন