বগটুই গণহত্যা কাণ্ডে ফের আদালতে তোলা হল মূল অভিযুক্ত আনারুল হোসেনকে (Anarul Hossain)। রামপুরহাট মহকুমা আদালতে তাকে তোলা হয়। আনারুলের দাবি ‘ফাঁসানো হয়েছে’। ধৃত তৃণমূল কংগ্রেস নেতা এর আগেও একই দাবি করেছে। সিবিআই জেরার মুখেও বলেছিল।
Advertisements
বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার ঘটনায় দেশ আলোড়িত হয়। সরকারি হিসেবে নিহতের সংখ্যা দশ জন। বেসরকারি হিসেবে ১১-১২ জন মৃত।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতারাতি গ্রেফতার হয় আনারুল। এর পরেই ওই গণহত্যা কাণ্ডের তদন্ত ভার গিয়ে পড়ে সিবিআইয়ের হাতে। ধৃত আনারুল বলতে থাকে, মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে।
Advertisements
অভিযোগ, তদন্তের নামে প্রহসন করা হচ্ছে। এমনকি ইচ্ছে করে নির্দোষ মানুষগুলিকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। গোটা বিষয়টি আদালতের দৃষ্টিগোচরে নিয়ে আসা হয়েছে।


