ATK Mohun Bagan : ম্যাচ হারার পর আরও এক খারাপ খবর এল বাগানে

গোদের ওপর বিষফোঁড়া। একে তো গোকুলাম কেরালার বিরুদ্ধে হতাশজনক পারফরম্যান্স , তারপর গুরুতর চোট সংবাদ। বেশ কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন এটিকে…

গোদের ওপর বিষফোঁড়া। একে তো গোকুলাম কেরালার বিরুদ্ধে হতাশজনক পারফরম্যান্স , তারপর গুরুতর চোট সংবাদ। বেশ কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) তারকা ফুটবলার।

ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিরি। তাঁর বদলে আশুতোষ মেহেতাকে নামিয়েছিলেন কোচ হুয়ান ফেরান্ডো। তিরির চোট কতোটা গুরুতর সে বিষয়ে তখনই উৎকণ্ঠা তৈরি হয়েছিল সবুজ মেরুন সমর্থকদের মধ্যে। এটিকে মোহন বাগানের হার নিয়ে যখন কাঁটাছেঁড়া চলছে তখনই এল দুঃসংবাদ। আশঙ্কা করা হচ্ছে চোট খুবই গুরুতর হলে নয় মাসের জন্যও মাঠের বাইরে তিরিকে থাকতে হতে পারে।

বুধবারের ম্যাচ শুরু করার আগে দুই দলকেই সমানে সমানে রেখেছিলেন ফুটবল বিশেষজ্ঞদের অনেকে। এটিকে মোহন বাগান যে ৪-২ গোলে পরাজিত হবে এমনটা অনেকেই হয়তো আশা করেননি।

এদিন ম্যাচে বল পজিশন নিজেদের দখলেই রেখেছিল বাগান। পরিসংখ্যান অনুযায়ী গোকুলাম কেরালার কাছে বলের দখল ছিল প্রায় চল্লিশ শতাংশ। তার মধ্যেও প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে বাজিমাত করেছে সদ্য আই লিগ জয়ী দল। বাগানের তুলনায় গোকুলামের শটস অন টার্গেটও কিছু বেশি।