মাত্র ৬০ টাকাতেই ভাগ্য বদল! দিনমজুর থেকে আনন্দ আজ কোটিপতি

গল্প নয়, বাস্তব। মাত্র ৬০ টাকাতেই ভাগ্যের চাকা ঘুরে গেল পেশায় দিন মজুর আনন্দ সর্দারের। বাঁকুড়ার খাতড়ার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের কাদড়া গ্রামের বাসিন্দা আনন্দ সর্দার।…

Anand Sardar of Khatra of Bankura won crores of rupees by buying a lottery ticket of 60 rupees

গল্প নয়, বাস্তব। মাত্র ৬০ টাকাতেই ভাগ্যের চাকা ঘুরে গেল পেশায় দিন মজুর আনন্দ সর্দারের।

বাঁকুড়ার খাতড়ার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের কাদড়া গ্রামের বাসিন্দা আনন্দ সর্দার। পেশায় শ্রমিক আনন্দ সর্দারের এলাকায় এখন একটাই পরিচয় তিনি ‘কোটিপতি আনন্দ’।

   

স্থানীয় সূত্রে খবর, পেশায় শ্রমিক আনন্দ সর্দার অন্যান্য দিনের মতো সোমবার সকালে স্থানীয় আড়কামা মোড়ে গিয়েছিলেন। সেখানেই মাত্র ৬০ টাকা দিয়ে ‘এক ঘর’ লটারির টিকিট কাটেন। আর ওই ‘এক ঘরে’ই কেল্লাফতে আনন্দর। বাড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বেরহয় লটারির ফলাফল। দিনমজুর আনন্দ জানতে পারেন, ওই লটারির টিকিটেই এক কোটি টাকার পুরস্কার জিতেছেন তিনি।

Digha: রথের দিনই মাহেন্দ্রক্ষণ, বড় চমকের অপেক্ষায় দিঘা

এই খবর পাওয়ার পর আর দেরি করেননি তিনি। এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে টিকিট সহ আনন্দ সর্দার সটান হাজির হন খাতড়া থানায়।

মঙ্গলবার খাতড়া থানা চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘খবরটা পাওয়ার পর প্রথম দিকে একটু ভয় করছিল। সময়ের সঙ্গে সঙ্গে এখন সেই ভয় দূর হয়েছে।’

কার্যত ছেঁড়ায় কাঁথায় শুয়ে চাঁদ ধরেছেন আনন্দ। এখনও ঘোর কাটেনি তাঁর। ওই বিপুল টাকায় আগামী দিনে কী করবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি বলে জানিয়েছেন দিনমজুর থেকে কোটিপতি আনন্দ সর্দার।