Amit Shah Attacks Mamata Banerjee: শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা, মমতাকে কী হুঁশিয়ারি অমিত শাহ-র?

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে হানা দিয়েছিল পুলিশ। সেই অভিযানের ২৪ ঘন্টা পেরনোর আগেই মুখ্যমন্ত্রী তথা বাংলার স্বারাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

Amit Shah warns Mamata Banerjee after police raid at Suvendu Adhikaris house, শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা, মমতাকে কী হুঁশিয়ারি অমিত শাহ-র?

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে হানা দিয়েছিল পুলিশ। সেই অভিযানের ২৪ ঘন্টা পেরনোর আগেই মুখ্যমন্ত্রী তথা বাংলার স্বারাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ষষ্ঠদফা ভোটের আগে বড় শাহী হুঁশিয়ারি দিলেন মমতাকে।

বুধবার ‘অধিকারী গড়’ বলে পরিচিত কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভা করেন বিজেপির ‘চাণক্য’ অমিত শাহ। সেখানেই বিরোধী দলনেতার ভাড়াবাড়িতে পুলিশের হানা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, ‘গতকাল এখানে ল্যান্ড করতেই একটা এসএমএস পেলাম। জানলাম শুভেন্দুদার বাড়িতে পুলিশ রেড করেছে।’

   

Ramakrishna Mission: সত্যিই ভোটারদের প্রভাবিত করে রামকৃষ্ণ মিশন? মুখ খুললেন মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ

এরপরই মুখ্যমন্ত্রীকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরে মমতাদিদি, আমরা বিজেপির লোকজন আপনার পুলিশকে ভয় পাই না। আপনার মন্ত্রীর বাড়িতে রেড হলে ৫১ কোটি টাকা মেলে। আর শুভেন্দুদার বাড়িতে রেড হয়েছে। চার আনাও পাননি মমতা।’ তারপরই শাহী হুঁশিয়ারি, ‘আজ কাঁথিতে দাঁড়িয়ে বলে গেলাম, বাংলায় যদিও বা এক-দুটো আসন পেতেন, এই পুলিশি অত্যাচার জারি থাকলে তাও পাবেন না।’

কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর সংযোজন, ‘মমতাদিদি শুভেন্দুদার উপর যত অত্যাচার করবেন, বিজেপি ততই শুভেন্দুদাকে বড় নেতা বানাবে।’

BJP: ৪০০ নয়, অনেক কম আসন পাচ্ছে বিজেপি! মন্তব্য খোদ কেন্দ্রীয় মন্ত্রীর

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়িতে পুলিশি হানা দেয়। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি যাচ্ছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

এ দিনের সভার শুরুতেই তৃণমূলকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলায় ৪২টি লোকসভা আসনের ৩০টিতে বিজেপি জয় পেলেই তৃণমূল খণ্ড-বিখণ্ড হয়ে যাবে।’ ভোটব্যাঙ্কের স্বার্থে বাংলার শাসকদল তৃণমূল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন শাহ। একে ‘পাপ’ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হুঙ্কার নস্যাৎ করে শাহ-র চ্যালেঞ্জ, ‘বাংলায় সিএএ হবেই।’