ওয়েন কোয়েলের পুরোনো সহকারিকে ফেরাচ্ছে চেন্নাইয়িন, জানুন

কোয়ার্টার ফাইনালের হতাশা ভুলে এখন থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। নতুন সিজনে আকর্ষনীয় ফুটবল খেলে সমর্থকদের মন জয়…

Owen Coyle's Former Assistant Noel Wilson

কোয়ার্টার ফাইনালের হতাশা ভুলে এখন থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। নতুন সিজনে আকর্ষনীয় ফুটবল খেলে সমর্থকদের মন জয় করার পাশাপাশি সাফল্য পাওয়াই এখন একমাত্র লক্ষ্য তাদের। সেজন্য, প্রথমেই তাদের নজর গিয়েছে জামশেদপুর এফসির ফুটবলার জরমনপ্রীত সিংয়ের দিকে।‌ এই তরুণ মিডফিল্ডারকে দলে নিয়েই নতুন মরশুম শুরু করতে চাইছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

তবে শুধু চেন্নাইয়ি নয়, আইএসএলের আরো একাধিক ফুটবল ক্লাবের নজর রয়েছে এই ফুটবলারের দিকে। তবে সকলকে টেক্কা দিয়ে এই তারকাকে চূড়ান্ত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে চেন্নাইয়িন। এছাড়াও নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা তাদের।  তাদের মধ্যে রয়েছেন জর্ডন মারি থেকে শুরু করে রায়ানের মতো ফুটবলার। পাশাপাশি বিদেশি ফুটবলার টার্গেট করার ক্ষেত্রে ও তাদের প্রথম নজর গিয়ে পড়ে

   

খালিদ জামিলের জামশেদপুর এফসির উপর। সেই দলের দাপুটে ফুটবলার এলসিনহোকে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই আগ্ৰহ ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। বলাবাহুল্য, এই মরশুমে জামশেদপুর এফসির জার্সিতে যথেষ্ট সফল থেকেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাকে নতুন মরশুমের জন্য পেতে আসরে নামে একাধিক ফুটবল দল। তবে এক্ষেত্রে এগিয়ে ছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সব ঠিকঠাক থাকলে নতুন মরশুমে চেন্নাইয়ি দলে নিশ্চিত তিনি।

তবে শুধু ফুটবলার নয়। নিজেদের ঘর গোছানোর স্বার্থে জামশেদপুর এফসির সহকারী কোচকে ও এবার দলে টানছে এই ফুটবল ক্লাব। অর্থাৎ নতুন ফুটবল মরশুমে এবার জামশেদপুর ছাড়ছেন নোয়েল উইলসন। বলাবাহুল্য, জামশেদপুর এফসির শিল্ড জয়ের সময় থেকেই যুক্ত ছিলেন এই ভারতীয় কোচ। সেই সময় ও ওয়েন কোয়েলের সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি।

পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে স্কট কুপার, খালিদ জামিল এবং সান্তামারিনোর মতো হাইপ্রোফাইল কোচের হাতে আসে দলের দায়িত্ব। তবুও ভরসার মুখ ছিলেন এই উইলসন। অন্যদিকে,পুনরায় চেন্নাইয়িন ফিরে আসেন ওয়েন কোয়েল। এই মরশুমে রমন বিজয়ন দায়িত্ব পালন করলেও আগামী সিজনে আবারো ওয়েন কোয়েলের সহকারী হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি।