বাংলায় লোকসভা ভোটের প্রচারে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বালুরঘাটের বংশিহারিতে জনসভায় এসে হুঙ্কার ছাড়লেন। তৃণমূলকে উদ্দেশ্য করে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ।
তিনি বলেন, ‘মমতা দিদিকে জবাব দিতে হবে। বাংলায় ৩০ আসন পর করবে বিজেপি। সোনার বাংলা দুর্নীতিতে ভরে গেছে। বাংলায় কাটমানি সংস্কৃতি। অনুপ্রবেশ বন্ধ করতে হবে। বাংলায় কাটমানি করতে দেওয়া হবে না, গরু পাচার করতে দেওয়া হবে না। বাংলায় বিজেপি সরকার গড়তে হবে। বাংলা থেকে তৃণমূলের অপশাসন ঘটান।’
সিএএ ইস্যুতে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন, ‘সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বিভ্রান্ত করছেন। বলছেন সিএএ-তে আবেদন জানালেই নাগরিকত্ব হারাবেন আপনি। তিনি সকলকে ভুল বোঝাচ্ছেন। কিন্তু আমি বলছি, বাংলার শরণার্থীরা নির্ভয়ে আবেদন করুন। বাংলার ডুব শরণার্থীকে নাগরিকত্ব দেবে কেন্দ্র। অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক। তুষ্টিকরণ করা এই তৃণমূল দল কিচ্ছু করতে পারবে না।কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প আটকে রেখেছেন মমতা। উন্নয়ন করতে পারে একমাত্র বিজেপি।’
সন্দেশখালি ইস্যুতে অমিত শাহ প্রশ্ন তোলেন, কেন সন্দেশখালির দোষীদের পাশে দাঁড়াচ্ছেন মমতা দিদি? এছাড়া ভূপতিনগরকাণ্ডে অমিত শাহের হুঙ্কার, ‘দোষীদের রেয়াত করা হবে না। উল্টো করে ঝুলিয়ে উচিৎ শিক্ষা দেওয়া হবে।’