রাঙিয়ে দিয়ে যাও…বলেই বিশ্বভারতীতে চিৎকার ‘উপাচার্য হটাও’

প্রথা ভাঙা বসন্ত উৎসব বিশ্বভারতীতে। আবির মাখিয়ে চিৎকার ‘উপাচার্য হটাও’। এর জেরে তুমুল আলোড়িত বিশ্ববিদ্যালয় চত্বর। পড়ুয়াদের অভিযোগ উপাচার্য আর়এসএস অনুমোদিত ব্যক্তি হয়ে রবীন্দ্রনাথের দর্শনকে…

প্রথা ভাঙা বসন্ত উৎসব বিশ্বভারতীতে। আবির মাখিয়ে চিৎকার ‘উপাচার্য হটাও’। এর জেরে তুমুল আলোড়িত বিশ্ববিদ্যালয় চত্বর। পড়ুয়াদের অভিযোগ উপাচার্য আর়এসএস অনুমোদিত ব্যক্তি হয়ে রবীন্দ্রনাথের দর্শনকে অবজ্ঞা করছেন অবিরত। আরও অভিযোগ, বিখ্যাত বসন্ত উৎসব বন্ধ করার অছিলা খুঁজছেন উপাচার্য বিদ্যুত চক্রবর্তী।

Advertisements

সরকারিভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবার বসন্ত উতসব পালন করেনি। উপাচার্য কারণ দেখান,হস্টেল খোলা সহ একাধিক দাবিতে পড়ুয়াদের লাগাতার আন্দোলন।

   

বসন্ত উৎসব হবে না শুনে ক্ষোভে ফেটে পড়েন বিশ্বভারতীর পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের তরফে না হলেও পড়ুয়ারা উদ্যোগ নেন রবীন্দ্রনাথের প্রবর্তীত বসন্ত উৎসব পালন হবে। এদিন সকালে বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে মিছিল করে উপাচার্যের বাসভবন পর্যন্ত আসে পড়ুয়ারা। রীতি মেনে পালিত হয় ঐতিহ্যবাহী বসন্ত উৎসব।

এখানেই আবির মেখে পড়ুয়ারা চিৎকার করেন, ‘উপাচার্য হটাও’। অবশ্য ঐতিহ্য মেনে রাঙিয়ে দিয়ে যাও গান গাওয়া হয়। পড়ুয়ারা রীতি মেনে গান নাচের মাধ্যমে বসন্ত উৎসব পালন করেন।

<

p style=”text-align: justify;”>আগের আড়ম্বর দেখা না গেলেও নিজেদের মধ্যেই দোল উৎসবে মাতলেন পড়ুয়ারা।