The Kashmir Files: ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন বিবেক

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেব অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri) দেওয়া হল ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা। সূত্র মারফত এমনটাই শোনা যাচ্ছে। জানা গিয়েছে, পরিচালকের নিরাপত্তার জন্য চার থেকে…

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেব অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri) দেওয়া হল ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা। সূত্র মারফত এমনটাই শোনা যাচ্ছে।

জানা গিয়েছে, পরিচালকের নিরাপত্তার জন্য চার থেকে পাঁচজন সশস্ত্র কমান্ডো মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, বিবেকের ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা গোটা ভারতে সাড়া ফেলে দিয়েছে। ৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্মমভাবে গণহত্যার কাহিনী তিনি তুলে ধরেছেন। অভিযোগ, এরপর থেকেই তিনি ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছেন। এমনকি দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও।

kashmir files

‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা কী? ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সুপারিশে প্রতি বছর নির্দিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হুমকির মাত্রা বিবেচনা করে, নির্দিষ্ট ব্যক্তিদের বিভিন্ন স্তরের নিরাপত্তা দেওয়া হয়। দেশের ভিআইপি নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। বড় বড় নেতা-কর্মকর্তাদের কী ধরনের সুরক্ষা দেবে, তা ঠিক করার ক্ষমতা সরকারের আছে।