অশীতিপর নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) করোনা আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে শান্তিনিকেতনের প্রতীচী ভবনেই। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন চিকিৎসকরা।
প্রতীচী ভবনেই থাকেন অমর্ত্য সেন। গত কয়েকদিন ধরে তাঁর শরীর খারাপ ছিল। পরে পরীক্ষায় জানা যায় তিনি করোনা আক্রান্ত। করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় তিনি বাইরে বের হননি।
বর্ষীয়ান অর্থনীতিবিদের বাড়িতে গিয়েই চিকিৎসকেরা তাঁকে দেখছেন। তাঁরা জানান,কিছুটা ভালো আছেন অমর্ত্য সেন।
জানা যাচ্ছে, রবিবার তিনি লন্ডন যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ হওয়ায় তিনি যাত্রা বাতিল করেছেন।
গত ১ জুলাই তিনি শান্তিনিকেতনে এসেছিলেন। লকডাউনের জন্য প্রায় দু বছর তিনি বাড়িতে আসতে পারেননি। সংক্রমণ থেকে বাঁচতে তেমন একটা কারোর সঙ্গে দেখাসাক্ষাৎ করেননি ৷ ঘনিষ্ঠ কয়েকজন বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন । এর পরেই অমর্ত্য সেনের কোভিড পজিটিভ ধরা পড়ে।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অমর্ত্য সেনের করোনা সংক্রমণ খবরে বিশ্ব জুড়ে উদ্বেগ। প্রবীণ নোবেলজয়ী অর্থনীতিবিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই।
ফের বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ুতে দৈনিক করোনা আক্রান্তের হাজারের গণ্ডি পেরিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে শুক্রবার পর্যন্ত দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, ১৮,৮৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৩ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৫০ জন। সংক্রমণ বাড়লেও মৃত্যুহার কম। আর