বিজেপি সমর্থকের রহস্যজনক মৃত্যুর জেরে বীরভূমের মহম্মদবাজারে তীব্র উত্তেজনা। এদিন সকালে ওই ব্যক্তির দেহ মিলেছে। নিহতের পরিবারের দাবি, খুন করা হয়েছে।
নিহত ব্যক্তির স্ত্রী বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছিলেন। পরে তিনি নির্দল প্রার্থী হন। স্বামীকে খুনের অভিযোগ করেছেন তিনি। দেহ ঘিরে চলছে বিক্ষোভ। অভিযোগ, টিএমসি এই খুন করায়। তবে তৃণমূল কংগ্রেস সব অভিযোগ অস্বীকার করেছে।
মহম্মগবাজারে মৃত বিজেপি সমর্থকের দেহের পাশে মিলেছে বুলেটের খোল। তার দেহে আছে আঘাতের চিহ্ন। গলায় ফাঁস দিয়ে ওই বিজেপি সমর্থককে খুন করা হয় বলে অভিযোগ।