কোটি কোটি টাকা নিয়ে শিক্ষা দফতরে নিয়োগপত্র দিয়েছেন মন্ত্রী এমনই অভিযোগের পোস্টারে ছেড়ে গেল সাগরদ্বীপ। (Tet) অভিযোগ খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার (Bankim Hazra) বিরুদ্ধে। এর জেরে সাগরদ্বীপ সরগরম। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃ়ণমূল কংগ্রেসের নেতারা দলের উপরতলার নির্দেশে মুখ বন্ধ রেখেছেন।
সাগরদ্বীপ জুড়ে পড়েছে পোস্টার। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্দীপ পাত্রর নাম আছে এই পোস্টারে। অভিযোগ টেটে চাকরি দেওয়ার নামে কোটি কোটির দুর্নীতিতে জড়িত মন্ত্রী।
নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, বিরোধী দসনেতা শুভেন্দু অধিকারী, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, বিজেপি সাংসদ দিলীপ ঘোষরা চাকরি দিতে সুপারিশ করেছিলেন। পরে সবাই সেই অভিযোগ উড়িয়ে দেন। পার্থর মন্তব্যের আগে তৃ়ণমূল মু়খপাত্র কুণাল ঘোষ একই দাবি করেন।
আর শুক্রবার সকালে মন্ত্রী বঙ্কিম হাজরার বিরুদ্ধে পড়ল টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ সহ পোস্টার। এর জেরে রাজ্য সরগরম। মন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।