SBSTC Scam: তৃ়ণমূল আমলে সরকারি বাসের টিকিটে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে সাড়ে ৭ কোটি টাকা তছরুপের অভিযোগ। ৭ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৬০০ ছেচল্লিশ টাকা তছরুপের অভিযোগ জমা হয়েছে থানায়। ‌অভিযুক্ত…

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে সাড়ে ৭ কোটি টাকা তছরুপের অভিযোগ। ৭ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৬০০ ছেচল্লিশ টাকা তছরুপের অভিযোগ জমা হয়েছে থানায়। ‌অভিযুক্ত একটি প্রাইভেট সংস্থা। সরকারি লগ-ইন আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে টিকিট বিক্রির অভিযোগ ওই সংস্থার বিরুদ্ধে। অভিযোগ ৭ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৬০০ ছেচল্লিশ টাকার টিকিট বিক্রি হয়েছে সেখানে, কিন্তু সেই টাকা জমা পড়েনি পরিবহন সংস্থায়। নিউ ইউরেকা ট্রাভেলস ক্লাব নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সংস্থা। একাধিকবার সংস্থাকে সতর্ক করা হলেও কোন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। ঘটনায় সরব হয়েছে কংগ্রেস- সিপিএম।

কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি বিজেপির জেলা সভাপতি চন্দ্রশেখর উপাধ্যায়ের। প্রত্যেক বছর ধরা পড়েনি কেন চার বছর কেন ধরা পড়লো উঠছে প্রশ্ন আধিকারিকদের মধ্যেই গন্ডগোল আছে এও দাবি তুলেছেন অনেকে। SBSTC দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল সেটাকে প্রশ্রয় দিচ্ছে। এরম ভাবেই পরিবহন ব্যবস্থা কে বেসরকারির হাতে তুলে দিতে চাইছে। ‌

বিজেপির সহ-সভাপতি এর কথায়, “প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। এখানকার চেয়ারম্যান থেকে শুরু করে সকলেই দুর্নীতির সাথে যুক্ত। যৌথভাবে উদ্যোগ নিয়ে এদের সমস্ত টাকা উদ্ধার করা কেন্দ্রীয় সরকারকে করতে হবে তাকেই দায়িত্ব নিতে হবে।” নিউ ইউরেকা ট্রাভেলস ক্লাবের প্রতিনিধি জানাচ্ছেন, “আমাদের নামে যে অপপ্রচার হচ্ছে।”

রাজ্য জুড়ে চলছে দুর্নীতি। আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। চার বছর ধরে অডিট করো সেই রিপোর্ট কেন প্রকাশ্যে নিয়ে আসেনি সেটা নিয়ে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এসবিএসটিসির এত কোটি কোটি টাকা তছরুপ আর কেউ জানতেই পারলেন না এটা কিভাবে সম্ভব। দুর্নীতির সাথে SBSTC যে পরস্পর ভাবে যুক্ত তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে।