Jalpaiguri : নদীর চর দখল করে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল জলপাইগুড়িতে

জলপাইগুড়িতে (Jalpaiguri) নদীর চর দখল করে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল এবার। নদীর চর অর্থাৎ সরকারি জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মাফিয়াদের বিরুদ্ধে। ভাঙা হল বেআইনিভাবে নির্মিত সেতু। জানা গিয়েছে, জলপাইগুড়ির ঠাকুরনগরের নদীর চর দখল করে বিক্রি করার চেষ্টার অভিযোগ উঠেছে মাফিয়াদের বিরুদ্ধে।

বেআইনিভাবে সেতু নির্মাণের অভিযোগ উঠেছে, এমনকি চর দখল করে তা বিক্রির চেষ্টা করছে জমি মাফিয়ারা। সম্প্রতি জানা গিয়েছিল সরকারি জমি চলে যাচ্ছে বেদখলে। আর এরই মধ্যে জলপাইগুড়িতে নদীর চর দখল করে তা বিক্রির চেষ্টা করছে মাফিয়ারা। তাই নিয়ে চিন্তিত হয়ে পড়েছে প্রশাসন। বেআইনিভাবে তৈরি সেতু ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। চলছে কড়া নজরদারি।

   

প্রসঙ্গত, শিলিগুড়ির (Siliguri) বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বেদখল হয়ে যাচ্ছে। সরকারি জমিতে ব্যবসা জমিয়ে বসেছে ব্যবসায়ীরা। ফুটপাত থেকে প্রশাসন সরিয়ে দিলে সরকারি জমিতে মার্কেট তৈরি করেছে ব্যবসায়ীরা। আর সেখানে রমরমিয়ে চলছে বাজার। যা নিয়ে কোনও রকম হেলদোল নেই প্রশাসনের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন