Madhyamik: মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে পিস্তল দেখিয়ে ইভিটিজিং, হিঙ্গলগঞ্জে চাঞ্চল্য

মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রীকে পিস্তল দেখিয়ে হুমকি। হাড়হিম করা ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে। এখানকার এবিএস মদনমোহন হাইস্কুলের সামনে ছাত্রীকে প্রকাশ্যে…

মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রীকে পিস্তল দেখিয়ে হুমকি। হাড়হিম করা ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে। এখানকার এবিএস মদনমোহন হাইস্কুলের সামনে ছাত্রীকে প্রকাশ্যে পিস্তল দেখাল কয়েকজন।

শনিবার ছিল মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা।  পরীক্ষা দিতে এদিন দুই ছাত্রী মদনমোহন হাইস্কুল যাচ্ছিল। অভিযোগ,তাদের ঘিরে ধরে কয়েকজন যুবক। তারা ওই দুই ছাত্রীর ফোন নম্বর চায়। এরপরই পিস্তল বের করে তারা। আতঙ্ক ছড়ায়।

অভিযোগ, এক যুবক সরাসরি মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর সামনে পিস্তল তুলে বলে নম্বর দাও। পরীক্ষা কেন্দ্রের সামনেই এমন ঘটে। অন্যান্য পরীক্ষার্থীদের অভিভাবকরা আতঙ্কিত হন। এক যুবক পিস্তল দেখিয়ে এক ছাত্রীকে খুনের হুমকি দেয়।

খবর পেয়ে পুলিশ আসে। অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করে। তদন্তে উঠে এসেছে ইভটিজারদের হাতে থাকা পিস্তল আসল নয়। তবে এই ঘটনায় আতঙ্কিত বাকি পরীক্ষার্থীরা।

মাধ্যমিকে পরপর ফাঁস হচ্ছে প্রশ্ন। বাংলার পর ইংরাজিতে হয়েছে প্রশ্ন ফাঁস। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা। এর মাঝে পরীক্ষার্থীদের পিস্তল দেখানোর ঘটনা ঘটায় উঠছে নিরাপত্তা প্রশ্ন।