Alipurduar: সীমান্তের বাজারে টাটকা ভুটানি কমলার ক্রেতা নেই

শীতকাল মানেই কমলালেবু। শীত পড়তেই প্রতি বছরের মত এবছরও ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁও সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে দেখা মিলছে ভুটানের কমলা লেবু। তবে এবছর ফলন…

শীতকাল মানেই কমলালেবু। শীত পড়তেই প্রতি বছরের মত এবছরও ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁও সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে দেখা মিলছে ভুটানের কমলা লেবু। তবে এবছর ফলন কম হওয়ায় চড়া দামে বিকোচ্ছে ভুটানের কমলালেবু। স্বাদে অতুলনীয় এই কমলালেবু কিনতে ক্রেতাদের ভিড় বাজারে লক্ষ্য করা যায়।

প্রতি বছর সীমান্ত শহর জয়গাঁওয়ের রাস্তার ধারে দেখা যায় সারি সারি কমলালেবুর দোকান। এবছরও বসেছে দোকান, তবে দেখা মিলছে না ক্রেতাদের। ব্যবসায়ীরা জানাচ্ছেন অন্যবছরের তুলনায় এবছরে কমলালেবুর ফলন কম হয়েছে। যার জন্য দামও অনেকটাই বেশি। গতবছরের তুলনায় দাম রয়েছে দ্বিগুন। ফলে ক্রেতার সংখ্যা অনেকটাই কমেছে। ফলে মনভার ক্রেতাদের।

উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় ধরে, ভুটানের কমলা বাগানগুলি কৃষক এবং কমলা রফতানিকারকদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তবে দুর্ভাগ্যবশত,এই কমলা বাগানগুলো এখন হুমকির মুখে। গত কয়েক বছরে ভুটান ‘সাইট্রাস গ্রিনিং’ বা হুয়াংলংবিং নামে একটি ভাইরাসে জর্জরিত। এই ভাইরাস উদ্ভিদের পুষ্টি ব্যবস্থাকে আটকে দেয়, এইসমস্ত গাছের ফলগুলি তেতো হয়। পাকতেও চায় না। একবার সংক্রামিত হয়ে গেলে, গাছগুলিকে বাঁচানো অসম্ভব এবং সেগুলি কেটে ফেলতে হয়। ফলে ফলন অনেকটাই কম। যার ফলে মাথায় হাত ব্যবসায়ীদের।