Weather Update: শ্রাবণ মাসেও নিম্নচাপের বৃষ্টিই ভরসা

Weather Update: রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।।

Weather Update: শ্রাবণ মাসেও নিম্নচাপের বৃষ্টিই ভরসা

Weather Update: রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।  আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে।

দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী সাতদিনে বৃষ্টির ঘাটতি মেটার সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বই, কোঙ্কন, মধ্য মহারাষ্ট্র, গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশে, ইয়ানাম, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ওড়িশাতে।