তিন জেলায় প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি

নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তার দাপটেই প্রবল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণের ১০ জেলায়। তিন জেলায় জারি কমল সতর্কতা।…

তিন জেলায় প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি

নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তার দাপটেই প্রবল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণের ১০ জেলায়। তিন জেলায় জারি কমল সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। অর্থাৎ কোনও কোনও জায়গায় ২৪ ঘন্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টিপাত চলবে কালও। রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

সোমবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। নিম্নচাপ ও ভরা কটালের জেরে আজ এবং কাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করল আবহাওয়া দফতর। সতর্কবার্তা জারি হওয়ার পরেই দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকায় বেশ কয়েকটি ট্রলার ঘাটে ফিরে এসেছে।

আজ সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। কাল থেকে দফায় দফায় বৃষ্টি। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বেশি বাড়বে। অন্যদিকে শনি ও রবিবার জেলাতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তবে ইতি মধ্যেই সুন্দরবনের বেহাল বাঁধ নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements

ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ভারী বৃষ্টির সম্ভবনা। আজ অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

ভারী বৃষ্টিতে চুপসে গেছে বাংলা। আজ থেকেই আবহাওয়ার ব্যাপক বদল গোটা রাজ্য জুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা আরো বেশ কয়েকগুণ শক্তি বাড়িয়ে বাংলার উপকূলে আছড়ে পড়বে।