বাংলায় কবে ঢুকবে বর্ষা? আবহাওয়া দফতর দিল বড় আপডেট

কিন্তু বাংলায় কবে ঢুকবে বর্ষা? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

Rainfall Update: রবিবার দিল্লির (Delhi) অনেক জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে, যার কারণে আবহাওয়া মনোরম হয়ে উঠেছে। আবহাওয়া দফতর দক্ষিণ দিল্লি এবং এনসিআর-এর বিচ্ছিন্ন অংশগুলিতে হালকা বৃষ্টি / গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়ে

সোমবার বিকেলের পর আচমকা চারিদিকে কালো করে ধেয়ে আসে কালবৈশাখী। প্রবল ঝড় ও ধুলোর ঝাপটা শুরু হয়। এর পরই আসে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী ও আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গ জুড়ে হবে বৃষ্টি। কিন্তু বাংলায় কবে ঢুকবে বর্ষা? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? এখনই নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর বলেছে যে ৮ জুন কেরলে ঢুকছে বর্ষা, এবং তারপরই বলা যাবে কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন তাপমাত্রার পরিবর্তন ঘটার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা শক্তিশালী হয়েছে। উত্তরবঙ্গে হালকে থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

   

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী ও আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গ জুড়ে হবে বৃষ্টি। বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই নামবে বৃষ্টি। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝড়বৃষ্টি চলতে পারে একটানা তিন দিন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন