TMC: কতজন যাচ্ছে রে…কালীঘাট থেকে ফোন গেল বহরমপুরে

‘অনেক রাতের দিকে ফোনটা এসেছিল। ফোনের অপর প্রান্তে বহু চেনা কণ্ঠস্বর। অল্পকথার ফোন। একটাই প্রশ্ন কতজন যাচ্ছে রে?’ নাম প্রকাশে অনিচ্ছুক মুর্শিদাবাদ জেলার হেভিওয়েট TMC…

‘অনেক রাতের দিকে ফোনটা এসেছিল। ফোনের অপর প্রান্তে বহু চেনা কণ্ঠস্বর। অল্পকথার ফোন। একটাই প্রশ্ন কতজন যাচ্ছে রে?’ নাম প্রকাশে অনিচ্ছুক মুর্শিদাবাদ জেলার হেভিওয়েট TMC নেতা বললেন, ‘মনে হলো ওনার গলা একটু ধরা ধরা, টানাপোড়েনে আছেন। জেলার রিপোর্ট বললাম। তারপর সকাল হতেই দেখি বাবুনদা বিদ্রোহ করেছেন। বুঝলাম রাতে অনেক কিছু ওলট-পালট হয়ে গেছে। আর কিছু জানতে চাইবেন না।  মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস নেতা বললেন ‘ফোন রাখছি’।

টিকিট বিদ্রোহে জ্বলছে তৃণমূলের অভ্যন্তর। প্রথম বিদ্রোহ শুরু করেন ব্যারাকপুর (উত্তর ২৪ পরগনা থেকে অর্জুন সিং। তিনি ফের বিজেপিতে যাবেন বলেই গুঞ্জন। বিদ্রোহের দ্বিতীয় নেতা ভরতপুরের (মুর্শিদাবাদ) বিধায়ক হুমায়ূন কবীর। তিনি কোনভাবেই দলের টিকিট পাওয়া ইউসুফ পাঠানকে মেনে নেবেন না বলে প্রকাশ্যেই তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন।

হুমায়ূনের হুমকির পরেই জেলার পরিস্থিতি নিয়ে চিন্তিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূলের একাংশের দাবি, অভিষেক এখনও অপরিণত বলেই মনে করেন দিদি।

বহরমপুর লোকসভা আসনে কংগ্রেস ও বাম জোটের প্রার্থী অধীর চৌধুরীর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। চর্চিত তারকা ক্রিকেটারকে ব্রিগেড সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। এর পরেই ইউসুফ পাঠানের নামে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের বৃহত্তর অংশ বেঁকে বসেছে। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, গুজরাটি।

জেলার অন্যতম আলোচিত বিধায়ক হুমায়ূন কবীরের হুঙ্কার পাঠানকে মানব না। তিনি জেলা জুড়ে বিদ্রোহের ডাক দিয়েছেন। হুমায়ূন কবীরের অনুগামীরাও বিদ্রোহে নামছেন বলে জানা যাচ্ছে। এই তালিকায় সামিল রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, নওদার বিধায়ক শাহিনা মমতাজ, জলঙ্গীর বিধায়ক আব্দুল রেজ্জাক।

পাঠানের নাম দেখার পরেই মুর্শিদাবাদে তৃ়নমূল ছাড়ার হিড়িক লেগেছে। দলে দলে তৃণমূল ছেড়ে অধীর চৌধুরীর শিবিরে অর্থাত কংগ্রেসে সামিল হচ্ছেন। জেলায় তৃণমূল বিদ্রোহের আঁচ গিয়ে পড়েছে কলকাতায় কালীঘাটে। টানা দলত্যাগ চলেছে এই জেলায়। আর পড়শি জেলা উত্তরবঙ্গের মালদাতেও তৃণমূলের অন্দরে চাপা আলোচনা দলীয় প্রার্থীকে নিয়ে।