লোকসভা ভোটের আগে কুপিয়ে খুন TMC কর্মীকে, কাঠগড়ায় কংগ্রেস

tmc flag

আজ শনিবার দুপুরে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। দুপুর তিনটে নাগাদ হবে ঘোষণা। তবে তার আগে বাংলায় বড় ঘটনা ঘটে গেল। খুন হয়ে গেলেন এক তৃণমূল (TMC) কর্মী।

নদীয়ায় খুন হলেন তৃণমূল কর্মী সাকিব মন্ডল। কংগ্রেসে যোগ দিতে অস্বীকার করায় এই খুন বলে অভিযোগ করেছেন মৃতের স্ত্রী। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ঘটনাটি ঘটেছে নদীয়ার থানারপাড়ায়। রাতের অন্ধকারে সাকিবের অপর চরাও হয় কয়েকজন দুষ্কৃতী। এরপর অই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। এই ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। এদিকে কংগ্রেসের দাবি, গোষ্ঠী কন্দলের জেরে খুন হয়েছে।

   

অন্যদিকে আলাদাই কথা বলছে পুলিশ। রাজনীতি নয়, জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে দাবি পুলিশের। লোকসভা ভোটের প্রাক্কালে এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন