TMC: চব্বিশে তৃণমূলের নয়া স্লোগান

চব্বিশে জিততে তৃণমূলের (TMC) নতুন স্লোগান। ‘বাংলার জন্য একবার ভেবে দেখুন’ – এই নতুন স্লোগানকে সামনে রেখে এবার প্রচারে ঝাঁপাবেন তৃণমূলের কর্মীরা। যাতে কেন্দ্রীয় বঞ্চনার…

চব্বিশে জিততে তৃণমূলের (TMC) নতুন স্লোগান। ‘বাংলার জন্য একবার ভেবে দেখুন’ – এই নতুন স্লোগানকে সামনে রেখে এবার প্রচারে ঝাঁপাবেন তৃণমূলের কর্মীরা। যাতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আরও শান দেওয়া যায়। বাংলার স্বার্থ একবার ভেবে দেখার আর্জি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছবেন তৃণমূলের সৈনিকরা।

নতুন স্লোগানকে সামনে রেখে প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে ছ’লক্ষ তৃণমূল কর্মী। পাঁচ-ছ’জনের টিম করে চলবে প্রচার। বিশেষ লিফলেটও বিলি করবেন। এই লিফলেট বিলি করে তৃণমূল বোঝাতে চাইবে, বিজেপি কখনওই বাংলার স্বার্থ দেখে না। লিফলেটে ৭টি ইস্যুকে সামনে রেখে বাংলার জন্য একবার ভেবে দেখতে বলা হয়েছে।

   

লিফলেটে সাধারণের কাছে তৃণমূলের প্রশ্ন, ১০০ দিনের কাজের প্রায় ৫৯ লক্ষ কর্মীদের কাজ করিয়েও দিল্লির জমিদাররা হকের টাকা ইচ্ছে করে আটকে রেখেছে। আপনার কি মনে হয়, এটা ঠিক? লিফলেটে এও বলা হয়েছে, বিজেপি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। হকের টাকা আটকে ১১ লক্ষ ৩৬ হাজার পরিবারের মাথার উপরের ছাদ কেড়ে নিয়েছে। আপনার কি মনে হয়, এটা ঠিক?

লিফলেটে থাকছে একটি কিউআর কোড। তৃণমূলের দাবি, এই কোড স্ক্যান করলে দেখা যাবে বিজেপির বাংলা বিরোধী কাজকর্মের ভিডিও। একুশের ভোট যুদ্ধে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এবার চব্বিশে নয়া স্লোগান। বাংলার জন্য একবার ভেবে দেখুন। যাতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আরও শান দেওয়া যায়।