ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাতিল একগুচ্ছ ট্রেন, মাথায় হাত যাত্রীদের

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন ‘রেমাল’। এদিকে এই রেমালের আশঙ্কায় বড় সিদ্ধান্ত নিল রেল। বাতিল করে দেওয়া হল একগুচ্ছ ট্রেন (Train Cancel)। হ্যাঁ ঠিকই শুনেছেন।…

train cancel ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাতিল একগুচ্ছ ট্রেন, মাথায় হাত যাত্রীদের

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন ‘রেমাল’। এদিকে এই রেমালের আশঙ্কায় বড় সিদ্ধান্ত নিল রেল। বাতিল করে দেওয়া হল একগুচ্ছ ট্রেন (Train Cancel)। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিকে রেলের এহেন সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষের মধ্যে শোরগোল পরে গিয়েছে।

ইতিমধ্যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। রবিবার মাঝরাতের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) বলে খবর। এদিকে ঘূর্ণিঝড় রেমালের জন্য কোন কোন ট্রেন বাতিল থাকবে তার একটি তালিকা প্রকাশ্যে এসেছে। সেই তালিকা অনুযায়ী, আজ শনিবার বাতিল থাকছে ট্রেন নম্বর ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস। এটি আজ পুরী থেকে ছাড়বে এবং খড়গপুর পর্যন্ত যাবে।

   

এরপর ট্রেন নম্বর ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস আগামীকাল রবিবার বাতিল থাকবে। বাতিল থাকবে ট্রেন নম্বর ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন, ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন আগামী সোমবার ২৭মে বাতিল থাকবে। এরপর ট্রেন নম্বর ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি আগামী ২৭মে বাতিল থাকবে।

এছাড়া ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন রবিবার ২৬মে দিঘা থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল সেটি খড়গপুর থেকে ছাড়বে। ট্রেন নম্বর ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস আগামী ২৬মে বাতিল থাকবে।

 আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিধ্বংসী রূপ নিয়ে রবিবার রাতে বাংলাদেশ এবং সাগরদ্বীপের মাঝে ১৩০ কিমি বেগে আছড়ে পড়তে পারে রেমাল। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ ২৪ পরগণা। বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হয়ে শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার সন্ধ্যা নাগাদ তীব্র ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাবে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগের বিজ্ঞানী মনিকা শর্মা।

সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৭ মে পর্যন্ত উপকূলে ফিরে আসতে এবং বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বাংলার দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলা হল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়া বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জায়গায় জায়গায় চলছে মাইকিং।