বছরের পর বছর কেটে গেলেও বাংলায় ভোট সন্ত্রাসের ছবির কোনও পরিবর্তন হয়নি। আজ বুধবার উপ নির্বাচনের সময়েও তার ব্যতিক্রম ঘটল না। আজ উপ নির্বাচনকে ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়ালো বাগদায় (Bagda)। উপ-নির্বাচনে বাগদায় তুমুল উত্তেজনা।।
ডিহিলদহ প্রাথমিক বিদ্যালয়ে তুমুল উত্তেজনার ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। মূলত জমায়েত সরাতে উদ্যোত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, এরপরেই জওয়ানদের দিকে তেড়ে যান তৃণমূল কর্মীরা। শুরু হয় বচসা। এদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। আগামী ২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন। এখন কী হয় সেটাই দেখার।
উল্লেখ্য, আজ ১০ জুলাই বুধবার পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। এই ৪টি কেন্দ্র হল রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা। আজ সকাল থেকেই দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে নদিয়া থেকে শুরু করে বাগদা। যাইহোক, আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও ন’টি কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকে।
এদিন হিমাচল প্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশে ভোট হচ্ছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বুথগুলিকে।