বীরভূমে (Birbhum) ফের শক্তি প্রদর্শন সিপিআইএমের (CPIM)। শুক্রবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির (BJP) একটি জনসভা ও দলীয় কার্যালয় উদ্বোধন করতে জেলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) অমিত শাহ। সিউড়িতে তাঁর সভা। আর ইলামবাজারে বিরাট মিছিল করে সিপিআইএম দিল সাংগঠনিক শক্তির পরিচয়।
পুলিশকে তৃণমূলের দালালি বন্ধ করে নিরপেক্ষ ভাবে কাজ করার দাবি তুলে থানায় ডেপুটেশন দেয় সিপিআইএম। এই মিছিল ঘিররে ইলামবাজারে বাম সমর্থকদের ঢল নেমে যায়। মিছিল থেকে স্লোগান ওঠে ‘চোর তৃণমূল’। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও স্লোগান উঠেছে।
বীরভূমে তৃণমূল ও বিজেপি ছেড়ে বাম শিবিরে পরপর যোগদান চলছে। জেলা সিপিআইএমের এমনই দাবি ঠারেঠোরে স্বীকার করে নিচ্ছেন জেলা তৃ়ণমূল ও বিজেপি নেতারা। দুটি দলেরই শীর্ষ নেতাদের কাছে সাম্প্রতিক বাম শিবিরে যোগদান নিয়ে রাজনৈতিক কাটাছেঁড়া চলছে।
সিপিআইএম বীরভূম জেলা কমিটির দাবি, তৃ়ণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভয়ের দিন শেষ। সে জেলে থাকায় সাধারণ মানুষ বাম শিবিরে আসছেন। আর বিজেপির সাংগঠনিক শক্তি এ জেলায় নেই তার প্রমাণ গত পুরভোট। তারা বিধানসভায় বিরোধী দল হলেও পুরভোটে নেমেছে তিন নম্বরে। মফস্বল ও গ্রামাঞ্চলে তৃ়ণমূলের প্রতিপক্ষ বাম শিবির বলে জেলার বাম নেতারা বলছেন।