Reliance Development League: মহামেডানের মুখোমুখি হচ্ছে ছন্দে থাকা সবুজ-মেরুন বিগ্রেড

এবারের রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে (Reliance Development League) শুরু থেকেই ব্যাপক ছন্দে থেকেছে সুহেল-ফারদিনরা।

Mohun Bagan players celebrating victory against Jamshedpur in Reliance Development League

মরশুম শুরু থেকেই ব্যাপক ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান শিবির (ATK Mohun Bagan)। এবারের আইএসএল থেকে শুরু করে বর্তমানে সুপার কাপ। এখনও পর্যন্ত দাপট দেখাচ্ছে প্রীতম- লিস্টনরা। তবে পিছিয়ে নেই ছোটরা। এবারের রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে (Reliance Development League) শুরু থেকেই ব্যাপক ছন্দে থেকেছে সুহেল-ফারদিনরা। প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে যে জয়যাত্রা শুরু করেছিল, এখনো তা টিকে রয়েছে এই লিগে। ইস্টবেঙ্গলের বিপক্ষে ড্র করতে হলেও কোনো ম্যাচেই হারতে হয়নি তাদের। আজ ও বারাকপুর স্টেডিয়ামে সেই ধারাই অব্যাহত রাখতে চায় দল।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই সাদা-কালো ব্রিগেড কে হারানোর পর নিউ আলিপুর সুরুচি সংঘ থেকে শুরু করে ওডিশা ও জামশেদপুর এফসির মতো দলগুলিকে ও অতি সহজেই হারায় রিকি সাবংরা। তবে ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এখনো জয় আসেনি সবুজ-মেরুনের। গ্রুপের ম্যাচে পেনাল্টি পেয়ে ও গোলের সুযোগ হাতছাড়া করে মোহনবাগানের নামতে।

যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় সবুজ-মেরুন কে। তারপর এই ইস্টজোন কোয়ালিফায়ারের প্রোগ্ৰ্যশন ফেসে দ্বিতীয়বার দেখা হয় মোহন-ইস্টের। সেখানে ১ গোলে পিছিয়ে থাকলেও ফারদিন আলি মোল্লার গোলে সমতায় ফেরে এটিকে মোহনবাগান। সেই ম্যাচ ও শেষ হয় অমীমাংসিত ভাবেই।

তবে আজ এই প্রোগ্ৰ্যশন রাউন্ডে সাদা-কালো ব্রিগেড কে হারাতে মরিয়া সুহেল-রিকিরা। অন্যদিকে এই রাউন্ডের প্রথম ম্যাচেই ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হতে হয়েছে মহামেডান কে। সেই ম্যাচে পেনাল্টি থেকে উইলিয়াম গোল করলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। তবে এবার শহরের এই আরেক প্রধানের বিরুদ্ধে জয় পেতে মরিয়া দেবরাজ চ্যাটার্জীর ছেলেরা।